অর্পিতার অস্ত্রোপচার

কলকাতার বেলভিউ নার্সিংহোমে অস্ত্রোপচার হল বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের। সম্প্রতি বালুরঘাটে পথ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০২:৫৯
Share:

আহত অর্পিতা। নিজস্ব চিত্র।

কলকাতার বেলভিউ নার্সিংহোমে অস্ত্রোপচার হল বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের। সম্প্রতি বালুরঘাটে পথ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

Advertisement

শনিবার বেলভিউতে চিকিৎসক ইন্দ্রজিৎ সর্দােরর তত্ত্বাবধানে অর্পিতাদেবীর অস্ত্রোপচার হয়। জানা গিয়েছে, অর্পিতাদেবীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সমরজিৎবাবু জানিয়েছেন, অর্পিতাদেবীর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে।

হিলি থেকে প্রচার সেরে সাংসদ অর্পিতা বালুরঘাটে ফিরছিলেন। তার সঙ্গে গাড়ির চালক-সহ মোট তিন জন ছিলেন। মালঞ্চার কাছে তার গাড়ির সামনে হঠাৎ ভুটভুটিটি চলে আসে। চালক জোর ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করলেও সাংসদের গাড়িটি তিন পাল্টি খেয়ে ভুটভুটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। ছিটকে পড়ে ভুটভুটির এক আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। গাড়ি থেকে সাংসদ-সহ জখম ওই তিনজনকে উদ্ধার করে বালুরঘাট হাসাপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই তাঁকে কলকাতা আনা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement