অর্পিতা ঘোষ স্থিতিশীল, অস্ত্রোপচার আগামীকাল

পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাংসদ অর্পিতা ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। বেলভিউ ক্লিনিকে আগামীকাল তাঁর অস্ত্রোপচার হবে। বাঁ পায়ের দুই জায়গায় এবং বাঁ হাতে হাড় ভেঙেছে বালুরঘাটের তৃণমূল সাংসদের। ভেঙেছে কলার বোনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ২০:২৪
Share:

জখম অর্পিতা ঘোষের চিকিৎসা চলছে বালুরঘাট হাসপাতালে। বুধবার অমিত মোহান্তের তোলা ছবি।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাংসদ অর্পিতা ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। বেলভিউ ক্লিনিকে আগামীকাল তাঁর অস্ত্রোপচার হবে। বাঁ পায়ের দুই জায়গায় এবং বাঁ হাতে হাড় ভেঙেছে বালুরঘাটের তৃণমূল সাংসদের। ভেঙেছে কলার বোনও।

Advertisement

বুধবার বালুরগাটের হিলি থেকে প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে অর্পিতা ঘোষের গাড়ি। প্রথমে বালুরঘাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তার পর স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। রাতেই সাংসদকে নিয়ে অ্যাম্বুল্যান্স রওনা দেয় কলকাতার পথে। বেলবিউ ক্লিনিকে আপাতত তিনি চিকিৎসাধীন। অর্পিতা ঘোষের মুখের ক্ষতস্থানগুলিতে সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার তিনি কথাও বলেছেন। চিকিৎসক অর্জুন সর্দার শুক্রবার তাঁর অপারেশন করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন