Arpita Mukherjee

পেনশন নিয়ে আর্জি অর্পিতার

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এ বার তাঁর মা-বাবার পারিবারিক পেনশনের টাকা জমার উপায়ের খোঁজে আদালতের দ্বারস্থ হলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪২
Share:

অর্পিতা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এ বার তাঁর মা-বাবার পারিবারিক পেনশনের টাকা জমার উপায়ের খোঁজে আদালতের দ্বারস্থ হলেন।

Advertisement

সোমবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে ইডির মামলাটির সাক্ষ্য গ্রহণের শুনানি ছিল। অর্পিতা এ দিন আদালতে এসেছিলেন। তাঁর আইনজীবী বিচারককে বলেন, ‘‘অর্পিতার বাবা, মা দু’জনেই প্রয়াত। ওই দু’জন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। অর্পিতা পারিবারিক পেনশনের জন্য আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশ দিয়েছে। তবে অর্পিতার সব ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট‌ই ইডি বাজেয়াপ্ত করেছে। ইডির তরফে কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুক্ত করা হোক। পাশাপাশি, অর্পিতার পারিবারিক একটি সম্পত্তি রয়েছে। তা ইডি বাজেয়াপ্ত করেনি। কিন্তু ওখানে চুরি হচ্ছে।’’

ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে বিচারক ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন। সম্পত্তি থেকে চুরির বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করার নির্দেশও দেন বলে আদালত সূত্রে খবর। এ দিন সাক্ষ্য গ্রহণের শুনানিতে ইডির তরফে তিন জন সাক্ষী কৃষ্ণচন্দ্র অধিকারী, মৃন্ময় মালাকার ও রণেশ কুমার সিংহের নাম আদালতে পেশ করা হয়েছে। মার্চের ১৮, ২৬ ও ৩১ তারিখেতাঁদের সাক্ষ্য নেওয়ার কথা। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে ওই তিন জনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement