বহাল পরোয়ানা

হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল বিধাননগরের এসিজেএম আদালত। পরোয়ানার নির্দেশ পুনর্বিবেচনার জন্য এসিজেএম কোর্টে শনিবার আর্জি জানান প্রসূনবাবুর আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০৩:১৯
Share:

হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল বিধাননগরের এসিজেএম আদালত। পরোয়ানার নির্দেশ পুনর্বিবেচনার জন্য এসিজেএম কোর্টে শনিবার আর্জি জানান প্রসূনবাবুর আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আদালত সূত্রের খবর, রাজদীপবাবু বিচারককে জানান তাঁর মক্কেল প্রসূনবাবু এক জন সাংসদ। তাঁর সংসদের কাজ আছে। আদালত যেন তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিন্তু সরকারি আইনজীবী জানান, এসিজেএম কোনও আদেশ দিলে তা পুনর্বিবেচনা করার আইন নেই। তা ছাড়া সাংসদ প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। দু’পক্ষের মধ্যে সওয়াল-জবাবের পর বিকেল পাঁচটা নাগাদ বিচারক অপূর্বকুমার ঘোষ শুক্রবারের আদেশটিকে বহাল রাখেন। পরে প্রসূনবাবু বলেন,‘‘আমি আইন মেনে চলি। কোথাও পালাব না। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement