কলেজে ঢুকে পড়ুয়াদের মার বহিরাগতদের

অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এই ঘটনায় দু’পক্ষের কয়েক জন জখম হয়েছে। ৫ জন হাসপাতালে ভর্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৩
Share:

মারপিটের সিসিটিভি ফুটেজ।

কলেজে ঢুকে ছাত্রদের মারধরের অভিযোগ উঠল কিছু যুবকের বিরুদ্ধে। অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এই ঘটনায় দু’পক্ষের কয়েক জন জখম হয়েছে। ৫ জন হাসপাতালে ভর্তি।

Advertisement

শনিবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অনেক পড়ুয়া গোলমাল দেখে ক্লাস না করেই বাড়ির পথ ধরেন। পরে অশোকনগর থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বহিরাগতেরা কী ভাবে কলেজে ঢুকল, সেটাই ভেবে পাচ্ছি না।’’

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে সংসদে ক্ষমতায় ছিল তৃণমূল ছাত্র পরিষদ। ভোট না হওয়ায় ছাত্র সংসদের ক্ষমতায় এখন কেউ নেই। তবে ইউনিয়ন রুমে এখনও টিএমসিপি-র ছেলেমেয়েরাই ওঠাবসা করেন। এ দিন সকালে একদল বহিরাগত যুবক লাঠি-বাঁশ নিয়ে সেখানে চড়াও হয়। শুরু হয় মারধর। ছাত্রেরাও পাল্টা প্রতিরোধ করে।

Advertisement

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ইউনিয়ন রুম কোন পক্ষের দখলে থাকবে, তা নিয়েই এ দিনের কোন্দল। তবে নানা ঘটনাকে ঘিরে এই কলেজে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন ঘটনা নয়। তৃণমূল ছাত্র পরিষদের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি পারমিতা সেন বলেন, ‘‘বহিরাগতেরা কলেজে ঢুকে আমাদের ছাত্রদের মারধর করেছে। হামলাকারীরা বিরোধী রাজনৈতিক দলের ছেলে।’’ স্থানীয় তৃণমূল বিধায়ক ধীমান রায় কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে খোঁজ নেন। তাঁর কথায়, ‘‘দলের কেউ যুক্ত থাকলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশকে বলেছি, রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নিতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন