কমলনাথের শপথে যেতে পারছেন না মমতা

দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদীকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০২:৩৮
Share:

আগামিকাল, সোমবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অনুরোধ করেছিলেন মধ্যপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী কমলনাথ। অনুরোধ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও। কিন্তু অনিবার্য কারণে ওই দিন কলকাতায় থাকতে হবে মমতাকে। ফলে শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না তিনি। দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদীকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন মমতা।

Advertisement

মাস কয়েক আগে কর্নাটকে এইচ ডি কুমারস্বামীর শপথে উপস্থিত ছিলেন মমতা। সেই মঞ্চে বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছিল। এখন ঐক্যের চেহারা আরও একটু স্পষ্ট। তাই মমতার উপস্থিতি চাইছিলেন বিরোধী নেতাদের অনেকেই। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়, কমল নাথের শপথে যেতে না-পারলেও বিরোধী মঞ্চকে শক্তিশালী করার জন্য তিনি সব সময় তৈরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন