ঘরে বাইরে

সাইবারে সাবধান

গোপন কথাটি থাকুক গোপনেঅপরিচিত এক নম্বর থেকে ফোন এসেছিল নীলাংশুক দত্তের মোবাইলে। বলেছিল, ‘আপনার ব্যাঙ্ক থেকে বলছি। অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কিছু তথ্য যাচাই করে নেব।’ নীলাংশুকের নাম আর জন্মতারিখ জানার পরে মোবাইলে আসা ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) জেনে নেওয়া হয়।

Advertisement

অরুণাক্ষ ভট্টাচার্য

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০০:০০
Share:

অপরিচিত এক নম্বর থেকে ফোন এসেছিল নীলাংশুক দত্তের মোবাইলে। বলেছিল, ‘আপনার ব্যাঙ্ক থেকে বলছি। অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কিছু তথ্য যাচাই করে নেব।’ নীলাংশুকের নাম আর জন্মতারিখ জানার পরে মোবাইলে আসা ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) জেনে নেওয়া হয়। এরপরেই অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা গায়েব। আমরা যত প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি, ততই বাড়ছে বিপদ। এটিএম, ডেবিট কার্ডেও রক্ষা নেই।

Advertisement

যা যা করবেন

Advertisement

নিয়মিত নেট-ব্যাঙ্কিং পাসওয়ার্ড বদলান। পাসওয়ার্ডে স্পেশ্যাল ক্যারেক্টার, সংখ্যা এবং ক্যাপিটাল ও স্মল লেটারের ব্যবহার করুন।

অনলাইন কেনাকাটা করুন নিজের কম্পিউটরে। নামী সংস্থার অ্যান্টি-ভাইরাস থাকে যেন।

সন্দেহ হলেই পাসওয়ার্ড বা এটিএম পিন বদলে দিন।

ভিড় বেশি এমন এটিএম-এ যান। শেষে ‘ক্যানসেল’ বোতাম চেপে দু’-তিনটে নম্বর টিপে দিন।

মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিন। টাকা তুললে এসএমএস আসে।

যা যা করবেন না

নাম বা জন্ম-সাল দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না।

ব্যাঙ্ক কখনও ব্যক্তিগত তথ্য ফোন করে জানতে চায় না। কারও সঙ্গে এই তথ্য শেয়ার করবেন না।

ওয়ান টাইম পাসওয়ার্ড, কার্ডের সিভিভি নম্বর বা এটিএম পিন কাউকে জানাবেন না।

বড় দোকান বা প্রকৃত পেমেন্ট ভাউচার ছাড়া যত্রতত্র ডেবিট কার্ড ব্যবহার না করাই ভাল।

সাইবার কাফে থেকে অনলাইনে কেনাকাটা করবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement