Babul Supriyo

Babul-Parambrata: পরমব্রতরা ভণ্ডামি করছেন, ছদ্ম-রাজনীতি ছেড়ে সামনে এসে বলুন, তোপ বাবুলের

আসানসোলের সাংসদের কথায়, ‘‘হতে পারে পরমব্রত জনপ্রিয় অভিনেতা। কিন্তু ছদ্ম-রাজনীতি করবেন না। সরাসরি রাজনীতি করুন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৬
Share:

ফাইল চিত্র।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে সরাসরি ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে নাম করে পরমব্রতকে আক্রমণ করলেন তিনি। বললেন, ‘‘যদি কথা বলতে হয়, সামনে এসে বললেই তো হয়। পিছনে অন্য লোককে ফোনে, হোয়্যাট্‌সঅ্যাপে বলার কী মানে? এটা তো ছেলেমানুষি। যদি রাজনীতি করতে চান, সামনে এসে করুন। ভণ্ডামি করছেন বলে মনে হয়।’’

Advertisement

ফেসবুক লাইভে প্রশ্ন এসেছিল, ২০১৯-এর ২০ সেপ্টেম্বর বাবুলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং সেই সংক্রান্ত ঘটনাক্রম নিয়ে। এ বিষয়ে কথা বলতে গিয়েই বাবুল বলেন, তিনি ছদ্ম-রাজনীতিবিদ নন। যা বলেন সামনে থেকে বলেন। তার পরেই পরমব্রতের প্রসঙ্গ টানেন বাবুল। বাবুল বলেন, ‘‘যদি রাজনীতি করতে হয়, তা হলে সামনে এসে করতে পারেন। অনেক রাজনীতিবিদ আছেন যাঁরা রাজনীতির সঙ্গে সঙ্গে গানবাজনাও করেন। তাই বলছি, সামনে এসে বলুন। পিছন থেকে অন্য মানুষকে ফোন করে, হোয়াট্সঅ্যাপ করে বলে কী হবে? এটা একেবারে ভণ্ডামি। হতে পারে পরমব্রত জনপ্রিয় অভিনেতা, কিন্তু ছদ্ম-রাজনীতি করবেন না। সরাসরি রাজনীতি করুন। আপনি যদি নিজের মত নিয়ে এতটাই আবেগপ্রবণ হন, তা হলে লোকের জন্য কোনও কাজ করুন।’’

Advertisement

এই প্রসঙ্গে এসেছে গায়ক অনুপম রায়ের নামও। গত ১৯ সেপ্টেম্বর টুইটারে একটি পোস্ট করেন অনুপম। লেখেন, ‘একটা সময় মনে হত, আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহু দিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।’ দলবদল নিয়ে অনুপমের এই পোস্টের প্রসঙ্গ উঠলে বাবুল জানিয়েছেন, ‘‘অনুপম আমার বন্ধু, ওঁর একটা মতামত থাকতেই পারে। কিন্তু ওঁর কথা নিয়েও আমার একটা বক্তব্য আছে। যে দলের সঙ্গে ওঁর রাজনৈতিক আদর্শের কোনও মিল নেই বলে মনে হয়, পেশাদার হলেও সেই দলের হয়ে তিনি গান গাইবেন কী করে? আমাকে যদি কোনও দল বলে, তুমি তো পেশাদার গায়ক, আমার জন্য একটা গান গেয়ে দাও, আমি তো মোটেই গাইব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন