রাজ্য প্রশাসনের একাংশ সম্পর্কে মমতাকে অভিযোগ বাবুলের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন, সেখানেই মমতার সঙ্গে কিছু ক্ষণ একান্তে কথা বলেছিলেন বাবুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০৩:৪৭
Share:

বাবুল সুপ্রিয়

হায়দরাবাদ হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মধ্যাহ্নভোজের অবসরে তাঁর কাছে রাজ্য প্রশাসনের একাংশ সম্পর্কে অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন, সেখানেই মমতার সঙ্গে কিছু ক্ষণ একান্তে কথা বলেছিলেন বাবুল।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, বাবুল মুখ্যমন্ত্রীকে মূলত তিনটি অভিযোগ করেছেন। এক, তিনি বহু পরিশ্রম করে আসানসোলে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেখানকার তৃণমূল শাসিত পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন, ওই কাজে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও অবদানই নেই! দুই, তিনি ইএসআই হাসপাতালের সম্প্রসারিত অংশের শিলান্যাস করতে গেলে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিন, আসানসোলে জেলা ভাগের অনুষ্ঠানে তাঁকে দায়সারা ভাবে নিমন্ত্রণ করা হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বাবুলকে জানিয়েছেন, তাঁকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি বাংলাদেশে থাকায় প্রশাসনের কেউ কেউ ভেবেছিলেন, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারবেন না।

প্রশাসনিক সূত্রের আরও খবর, আসানসোলের একটি প্রস্তাবিত সেতু নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথা হয়েছে। ওই সেতু তৈরির জন্য রেল এবং সেল-এর থেকে ১৫ কোটি করে মোট ৩০ কোটি টাকা জোগাড় করে দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল। কিন্তু রাজ্য সরকার আরও লম্বা সেতু তৈরি করতে চাইছে। তার জন্য খরচ আরও ১২ কোটি টাকা বেড়ে যাবে। প্রশাসনিক সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রীকে বাবুল জানিয়েছেন, বাড়তি টাকা রাজ্য সরকারকে জোগাড় করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকেই ওই টাকা জোগাড়ের জন্য অনুরোধ করেছেন। বাবুল তাঁকে জানিয়েছেন, চেষ্টা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement