Hizbul Tahiri in Murshidabad

এবিটির পর মুর্শিদাবাদে সক্রিয় বাংলাদেশের আরও একটি জঙ্গি সংগঠন! তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি থানা এলাকাকে বেছে নিয়ে সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে হিজবুল তাহেরি।

Advertisement

প্রণয় ঘোষ

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) কয়েক জন জঙ্গি সম্প্রতি গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদ থেকে। তা নিয়ে শোরগোলের মধ্যে ও পারের আরও একটি জঙ্গি সংগঠন হিজবুল তাহিরির কার্যকলাপ সম্পর্কে জানতে পারলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কা, শমসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানে জাল বিস্তারের চেষ্টা করছে হিজবুল তাহিরি। সংগঠনের কয়েক জন নেতাও জেলায় এসেছিলেন বলে খবর পেয়েছেন তদন্তকারীরা।

Advertisement

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘এটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল। এ ব্যাপারে যা পদক্ষেপ করার আমরা করছি।’’ তদন্তকারীদের সূত্রে জানিয়েছে, জেলার কেউ হিজবুল তাহেরির সঙ্গে যুক্ত কি না, কতগুলি স্লিপার সেল জেলায় সক্রিয় রয়েছে, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি থানা এলাকাকে বেছে নিয়ে সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে হিজবুল তাহেরি। ধুলিয়ান এবং ফরাক্কায় তাদের দুই সংগঠক ছিল। তাঁদের দিয়েই সংগঠনে স্থানীয় যুবকদের যুক্ত করার চেষ্টা চলছিল। ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা নিয়ে গিয়েছে রাজ্য পুলিশের গুন্ডাদমন শাখা। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা জানতে পেরেছেন, গত সেপ্টেম্বরেও সংগঠনের শীর্ষনেতারা জেলা ঘুরে গিয়েছেন। আমির নামে ধুলিয়ানের এক ব্যক্তি সেই সব কাজকর্ম পরিচালনা করছিলেন।

Advertisement

তদন্তকারীরা জানতে পেরেছেন, এখনও পর্যন্ত মুর্শিদাবাদে হিজবুল তাহেরির ৪০টিরও বেশি স্লিপার সেল রয়েছে। সীমান্তের ও পারেও বিভিন্ন মাদ্রাসায় অনেককে অস্ত্র চালানো এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতীয় পরিচয়পত্রও দেওয়া হয়েছে তাঁদের।

আনসারুল্লা বাংলা টিমের পর হিজবুল তাহেরির সক্রিয়তায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। পুলিশ সূ্ত্রে খবর, এ বিষয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় করেই ওই জঙ্গি সংগঠনকে সমূল উৎপাটিত করার ‘ব্লু প্রিন্ট’ তৈরি হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement