জাতীয় সড়কে পথ দুর্ঘটনার বলি মা ও মেয়ে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ২৩:৫৯
Share:

—প্রতীকী ছবি।

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা বলি মা ও মেয়ে। বাইকে চড়ে সপরিবার বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল গৃহবধূ ও তাঁর তিন বছরের মেয়ের। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে ওড়গ্রামের বাঁশতলা মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতদের নাম মুঙ্গলি টুডু (৩০) ও সুজাতা টুডু (৩)। তাদের বাড়ি গলসি থানার বোমপুর গ্রামে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন মুঙ্গলির স্বামী সুকল টুডু। তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

জানা গিয়েছে, গলসির বাসিন্দা সুকল টুডুর শ্বশুরবাড়ি ওড়গ্রামে। মঙ্গলবার তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ওড়গ্রামে এসেছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে যাচ্ছিলেন বাইককে করে। ওড়গ্রাম পুলিশ ফাঁড়ি পেড়িয়ে কিছুটা গিয়ে রয়েছে কয়েকটি স্পিডব্রেকার। স্পিডব্রেকারের জন্য বাইকটির গতি কমান সুকল। সেই সময় বর্ধমান অভিমুখে যাওয়া একটি লরি পিছন থেকে বাইকটিতে ধাক্কা দেয়। তিন জনেই ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে যান মুঙ্গলি ও তাঁর মেয়ে। তিন জনকেই উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাইকচালক সুকল টুডু চিকিৎসাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement