মলয় ঘটকের দাবি যাঁরা শুক্রবার তৃণমূলে যোগদান করেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ বিজেপির কর্মীও ছিলেন। যদিও তাঁর দাবি অস্বীকার করেছে বিজেপি। নিজস্ব চিত্র।
রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আসানসোলে ৩৪৫ জন অটো-টোটো চালক তৃণমূলে যোগদান করলেন। আসানসোল গড়াই রোডে অবস্থিত এক প্রেক্ষাগৃহে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন এঁরা। অনুষ্ঠানে মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।
মলয় ঘটক বলেন, ‘‘কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোলে যাঁরা বিজেপির মঞ্চে যোগদান করেছেন তাঁদের সমাজ গ্রহণ করবে না। কারণ তাঁদের বেশির ভাগ অসামাজিক কার্যকলাপে যুক্ত। তাঁরা আবার মঞ্চে মারামারিও করেন।’’
মলয় ঘটকের দাবি যাঁরা শুক্রবার তৃণমূলে যোগদান করেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ বিজেপির কর্মীও ছিলেন। যদিও তাঁর দাবি অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য যুব নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসে কয়লা, বালি, লোহা ও জমি মাফিয়াদের জায়গা ছিল। যেভাবে সিবিআই, আয়কর দফতর হানা দিচ্ছে, তাতে তাঁদের শিল্পাঞ্চল ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস ফাঁকা হয়ে গেছে। এখন ভোটের মুখে এই গরীব শ্রমিকদের কথা মনে পড়েছে। তাদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর নাটক করছে।’’
আরও পড়ুন:দেশের স্থপতিদের আদর্শ মেনেই চলছি, মোদীকে জবাব মমতার
আরও পড়ুন:সিঙ্গুর নিয়ে মমতা ও বিজেপি-কে একই বন্ধনীতে বসাল সিপিএম