Accident

Accident: টোটো-ডাম্পারে মুখোমুখি ধাক্কা, বর্ধমানে দুর্ঘটনায় মৃত একই পরিবারের চার জন

সোমবার ভোরে ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষ হয় বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে। তাতে প্রাণ হারান মোট পাঁচ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ০৯:৪০
Share:

ডাম্পারের চালক ও খালাসি পলাতক। নিজস্ব চিত্র।

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের চার সদস্য-সহ মোট পাঁচজনের। সোমবার ভোরে ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষ হয় বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে। তাতে প্রাণ হারান পাঁচ জন। মৃতদের নাম গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা,মামণি সাঁতরা। এঁরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। মৃত্যু হয়েছে টোটোচালক মইনউদ্দিন মিদ্যারও।

Advertisement

সোমবার ভোর পাঁচটা নাগাদ একটি টোটো করে একটি পরিবারের চার জন মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এঁদের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, টোটোটি বর্ধমান সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে এসে ধাক্কা মারে তাতে। অকুস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ পাঁচ জনের। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকেও। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement