—নিজস্ব চিত্র।
ঝাড়খণ্ডে মাইথন টোল প্লাজ়ার কাছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। এই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মাইথন থানার বিপরীতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর টোল প্লাজ়ার উল্টো দিকে অনেক দিন ধরেই বাসটি দাঁড়িয়ে ছিল। সোমবার ভরসন্ধ্যায় আচমকাই সেটিতে আগুন ধরে যায়। আগুনের তেজ এতটাই শক্তিশালী ছিল যে, দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ভিড় জমে যায় স্থানীয়দের। খবর দেওয়া হয় দমকলেও।
দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কী কারণে আগুন লাগল, তা দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে দমকল।