পিষে দিল বালির গাড়ি, অবরোধ 

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একেবারে বাঁ দিক ঘেঁষে সাইকেলে চালাচ্ছিলেন ইউসুফ। সেই সময় শিল্ল্যার রস্তায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা (ডিএলআরও) বালিবোঝাই ট্রাক পরীক্ষা করছিলেন। অভিযোগ, তাঁদের থেকে পালাতে গিয়ে গ্রামের রাস্তায় ঢুকে যায় ওই ট্রাকটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৬
Share:

চলছে অবরোধ। নিজস্ব চিত্র

সাইকেলে নিয়ে বাজার করতে গিয়েছিলেন প্রৌঢ়। মাঝপথে পিছন থেকে পিষে দেয় একটি বালিবোঝাই ট্রাক। ঘটনাস্থলেই মারা যান ইউসুফ শেখ (৫৫)। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনার পরেই ক্ষতিপূরণ-সহ একাধিক দাবিতে গলসির শিল্ল্যা রোডের জাগুলিপাড়া মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা তিনেক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার একেবারে বাঁ দিক ঘেঁষে সাইকেলে চালাচ্ছিলেন ইউসুফ। সেই সময় শিল্ল্যার রস্তায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা (ডিএলআরও) বালিবোঝাই ট্রাক পরীক্ষা করছিলেন। অভিযোগ, তাঁদের থেকে পালাতে গিয়ে গ্রামের রাস্তায় ঢুকে যায় ওই ট্রাকটি। দ্রুত পালাতে গিয়ে ওই প্রৌঢ়কে ধাক্কা মারে। তিনি পড়ে গেলে তাঁর উপর দিয়েই ট্রাকটি চলে যায়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ওই রাস্তায় বেআইনি ভাবে ট্রাক দাঁড়িয়ে থাকে। সে কারণেই বারবার দুর্ঘটনা ঘটে।

এ দিন বিক্ষোভ চলাকালীন তাঁরা দাবি করেন, ২ নম্বর জাতীয় সড়কের পারাজ মোড় থেকে শিল্ল্যা পর্যন্ত যে রাস্তা গিয়েছে তার দু’পাশে বেআইনি বালিবোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকে। শিল্ল্যার আশপাশে দামোদর থেকে বালি তুলে ট্রাকে করে কলকাতা-সহ অন্যত্র বিক্রি করা হয়। এ ছাড়াও ওই রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তাঁরা। পুলিশ এ দিনে ট্রাকটি আটক করলেও চালকের খোঁজ মেলেনি।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘‘যখন তখন ভূমি দফতরের গাড়ি এই রাস্তায় ঢুকে তল্লাশি করে। তাদের ভয়েই অনেকেই পালানোর চেষ্টা করে। এ দিনও তেমনই ঘটনা ঘটে।’’ গ্রামবাসী আমুরুল চৌধুরি, শেখ রফিক ও নুর মহম্মদেরা বলেন, ‘‘রাস্তায় দু’পাশে যত্রতত্র বেআইনি বালি মজুত করে রাখা হয়েছে। যেখানে সেখানে ট্রাকগুলি দাঁড়িয়ে থাকে। পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। যার পরিণতি এই মর্মান্তিক দুর্ঘটনা।’’

গলসি ১ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগম বলেন, ‘‘খুব দুঃখজনক ঘটনা। যাঁরা বেআইনি বালি মজুত করে রেখেছেন খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ বেআইনি পার্কিংয়ের বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন