Asansol School Admission

বিদ্যালয়ে ছাত্র ভর্তিতেও এজেন্ট! ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজত

অনেক শিক্ষক ও কর্মীও এই কাণ্ডে জড়িত। অভিযোগকারীর দাবি ছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১০:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আসানসোলের একটি স্কুলের ব্যবস্থাপনা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চলমান বিবাদের মধ্যে একটি গোষ্ঠীর দায়ের করা এফআইআরের ভিত্তিতে স্কুল ভর্তি কেলেঙ্কারির অভিয়োগে অভিযুক্ত মহম্মদ ইন্তেখাব আলম ওরফে লোটাস নামের এক এজেন্টকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

এসেম্বলি অব গড অফ নর্থ ইন্ডিয়ার ভিসি রেভারেন্ড জর্জ কুট্টি আসানসোল উত্তর থানায় এফআইআর দায়ের করেছিলেন। তিনি তাঁর লিখিত অভিযোগে জানিয়েছিলেন, গত ২৩ জুলাই তাঁরা এসিপির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যেখানে মনিকা নিধি ডি’ক্রুজের অভিযোগ ও অভিযোগের বর্ণনা ছিল। সেখানেই ভর্তি চক্রের এজেন্ট হিসাবে লোটাসের নাম উল্লেখ করা হয়েছে। স্কুল ব্যবস্থাপনার বেশ কয়েকজন কর্মকর্তার নামও এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জর্জের সভাপতিত্বে জয়েস দেবদাস ও বিশ্বদেব চ্যাটার্জীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি জানতে পেরেছে যে, বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ জন ছাত্র লোটাসকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। অনেক শিক্ষক ও কর্মীও এই কাণ্ডে জড়িত। অভিযোগকারীর দাবি ছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্য জয়েস বলেন, ‘‘তদন্ত সম্পূর্ণ হয়নি। তদন্ত প্রক্রিয়া চলমান ছিল কিন্তু এর মধ্যে কেন এফআইআর দায়ের করা হয়েছে তা জানা যায়নি। তদন্ত কমিটির চেয়ারম্যানের যদি কোনও সমস্যা থাকে তাহলে তাঁর উচিত ছিল প্রথমে কমিটির কাছে বিষয়টি উত্থাপন করা।’’ তাঁর দাবি, ভর্তি প্রক্রিয়ায় কোনও অনিয়ম হয়নি।

Advertisement

ডিসিপি সেন্টাল ধ্রুব দাস জানিয়েছেন, আদালতের নির্দেশে অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আসানসোল বস্তিন বাজারে জুতো দোকান রয়েছে ধৃতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement