‘খামতি’ মেটাতে পড়ার পরামর্শ আইনমন্ত্রীর

এ দিন বার্নপুরে সম্প্রীতি হলে দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া আদালতের সরকারি আইনজীবীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে রাজ্য আইন দফতর। যোগ দেন  বেশ কয়েকটি থানার পুলিশকর্মীরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০৩:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

পকসো হোক বা সাইবার আইনের মামলা পরিচালনায় খামতি থাকছে, রবিবার বার্নপুরে একটি কর্মশালায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আর এই ‘খামতি’ মেটাতে সরকারি আইনজীবীদের আরও বেশি করে পড়াশোনা করার জন্যও পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

Advertisement

এ দিন বার্নপুরে সম্প্রীতি হলে দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া আদালতের সরকারি আইনজীবীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে রাজ্য আইন দফতর। যোগ দেন বেশ কয়েকটি থানার পুলিশকর্মীরাও। সেখানে শিশুদের উপরে যৌন হেনস্থার অভিযোগ, সাইবার অপরাধ-সহ বিষয়ে আলোচনা করা হয়। এই ধরনের অপরাধে মামলাগুলি পরিচালনার ক্ষেত্রে অনেক সময়েই সরকারি আইনজীবীদের সমস্যা হচ্ছে বলেও কর্মশালায় অনেকেই মন্তব্য করেন। এই সব সমস্যার সমাধানে আইনজীবীদের এই দুই ধরনের আইন সংক্রান্ত বই দেয় আইন দফতর। কর্মশালায় এই সংক্রান্ত আইনের পরিবর্তন নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়।

এই কর্মশালায় যোগ দিয়েই মন্ত্রী বলেন, ‘‘শিশুদের উপরে যৌন হেনস্থার ঘটনা ও সাইবার অপরাধ বাড়ছে। এই ধরনের মামলাগুলির আইনেও যথেষ্ট পরিবর্তন হয়েছে। আইনজীবীদের এই পরিবর্তন সম্পর্কে ধারণা কম থাকায় মামলা পরিচালনায় খামতি থেকে যাচ্ছে। এই পরিবর্তনগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতে পড়াশোনা করা দরকার। তাই সরকারি আইনজীবীদের বেশি করে পড়তে বললাম।’’

Advertisement

কিন্তু মন্ত্রীর এমন মন্তব্য কেন? আদালতের সরকারি আইনজীবীদের একাংশ জানান, সম্প্রতি দেখা যাচ্ছে এ ধরনের অপরাধের অভিযোগের সংখ্যা বেশ বেড়েছে। কিন্তু প্রায়শই দেখা যায়, এই বিশেষ আইনগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেক মামলাতেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছেন। বিপাকে পড়ছে সরকারও।

আইন দফতরের বিশেষ সচিব বিবেক চৌধুরী জানান, প্রায় ২০ হাজার টাকার বেশি মূল্যের আইনের বই দেওয়া হয়েছে। এর ফলে আইনজীবীরা উপকৃত হবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন