Dengue

ডেঙ্গিতে আসানসোলে মৃত্যু ছাত্রের

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ২২:৪৪
Share:

—প্রতীকী ছবি।

আসানসোলে ডেঙ্গিতে মৃত্যু এক ছাত্রের। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে আসানসোল পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের রাঙানিয়া পাড়া এলাকায়। মৃতের নাম অবিনাশ সাও। ২০ বছরের অবিনাশ আসানসোলের বিবি কলেজের স্নাতক বিভাগের ছাত্র। পরিবার জানিয়েছে, দু’-তিন দিন ধরে জ্বর ছিল যুবকের। বুধবার দুপুরে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ, সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলেন। সেই মতো যুবককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই বৃহস্পতিবার সকালে রোগীর মৃত্যু হয়। মৃতের শংসাপত্রে স্পষ্ট ভাবে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে।

Advertisement

ডেঙ্গিতে মৃত্যুর পর পুরসভার বিরুদ্ধে সাফাইকাজে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। বিজেপির আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘এই রাজ্যে ডেঙ্গিতে কারও মৃত্যু হয় না। হয় অজানা জ্বরে! মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা। এর জন্য পুরকর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী।’’ পাল্টা আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, পুরএলাকায় সাফাই নিয়মিতই হয়। এ ক্ষেত্রে মানুষের সচেতনতার অভাবকে দায়ী করেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগতও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement