Bike Accident

পথ দুর্ঘটনায় মৃত্যু শাসক দলের এক কর্মীর, গুরুতর জখম মঙ্গলকোটের তৃণমূল সভাপতি, ছিলেন এক বাইকেই

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সৈয়দ নরুল ইসলাম, মফিজুল ও লালু বুধবার সকালে কাটোয়া মহকুমা আদালতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পথ দুর্ঘটনায় মৃত‍্যু হল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক তৃণমূল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালু শেখ (৪৬)। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি মফিজুল শেখ। মৃত লালুর বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুরে। জখম মফিজুলকে প্রথমে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ, পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বুধবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে নতুনহাট-গুসকরা রোডে আটঘড়ার কাছে।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সৈয়দ নরুল ইসলাম, মফিজুল ও লালু বুধবার সকালে কাটোয়া মহকুমা আদালতে গিয়েছিলেন। পুরনো একটি মামলায় মফিজুলের হাজিরা দেওয়ার কথা ছিল সেখানে। আদালতে হাজিরা শেষ করে বাড়ি ফেরার সময় আটঘড়ার কাছে পিছন দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি তাঁদের বাইকে ধাক্কা দিয়ে পালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন দু’জন। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লালুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, “এটা দুর্ঘটনা নাকি খুন সেটা মফিজুল বাড়ি এলে সব জানা যাবে।” বিধায়ক আরও বলেন, “আমাদের পুলিশের উপর আস্থা আছে, তদন্ত করে দেখুক।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement