তিলখেতের মধ্যে থেকে ক্ষতবিক্ষত দেহ মিলল এক মহিলার। সোমবার সকালে জামালপুর থানার বলরামপুরে ওই দেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। উদ্ধার হয় একটি চাদর, ব্যাগ, শুকনো খাবার ও কিছু জামাকাপড়। তবে পরিচয় জানা যায়নি ওই মহিলার। পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছ থেকে একটি লুঙ্গি ও ছেলেদের জামাও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।