ট্রাক ও ট্রেলার সংঘর্ষে মৃত্যু রাজ্য সড়কে

গাড়িতে ট্রাকের ধাক্কায় আট যাত্রীর মৃত্যুর ঘটনার পরে এক মাসও কাটেনি। তারই মধ্যে ফের দুর্ঘটনা ঘটল পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। শনিবার কাঁকসার দোমড়া লাগোয়া কুনুর সেতুর কাছে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০১:১১
Share:

দাউদাউ: কাঁকসায় দুর্ঘটনার পরে জ্বলছে ট্রাক ও ট্রেলার। পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। নিজস্ব চিত্র

গাড়িতে ট্রাকের ধাক্কায় আট যাত্রীর মৃত্যুর ঘটনার পরে এক মাসও কাটেনি। তারই মধ্যে ফের দুর্ঘটনা ঘটল পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। শনিবার কাঁকসার দোমড়া লাগোয়া কুনুর সেতুর কাছে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক জনের। সংঘর্ষের পর দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। তাতে ঝলসেই ট্রেলারের চালকের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ট্রাকের চালক ও খালাসি হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ঘণ্টা তিনেক যানজট হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো নাগাদ পাথরবোঝাই একটি ট্রাক পানাগড়ের দিকে যাচ্ছিল। কন্টেনার বোঝাই ট্রেলারটি যাচ্ছিল ইলামবাজার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেলারটি ডান দিক ঘেঁষে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। বিকট শব্দের সঙ্গে আশপাশ কালো ধোঁয়ায় ভরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি দু’টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। চলে আসে দমকলের দু’টি ইঞ্জিনও। লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

কিন্তু ট্রেলারের চালক ও খালাসির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেকের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। গাড়ি দু’টিকে সরাতে ক্রেনও আনা হয়। রাস্তা থেকে পাথর সরাতেই বেরিয়ে একটি দেহ মেলে। মৃত ট্রেলারের চালক বলে প্রাথমিক অনুমান পুলিশের। দমকলের প্রাথমিক অনুমান, লোহার কোনও জিনিসে ঘর্ষণের ফলেই গাড়ি দু’টিতে আগুন লাগে।

Advertisement

এই রাস্তায় পরপর দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, ২৬ মার্চ বীরভূমের পাথরচাপুড়ি মেলা থেকে ফেরার সময়ে ধোবারুর কাছে এক দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্বস্থনীর বাসিন্দা আট যুবকের। একটি ট্রাক গাড়িটিতে ধাক্কা দিয়ে পালায়। বাসিন্দাদের দাবি, এ দিন যেখানে দুর্ঘটনাটি ঘটে সেখানে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। সপ্তাহখানেক আগেই লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ভ্রমর কালিন্দি, শুকদেব ভকতেরা জানান, ইলামবাজারের দিকে যাওয়ার সময়ে কুনুরের সেতুর আগে একটি বড় বাঁক রয়েছে। উল্টো দিক থেকে কোনও গাড়ি এলে দেখতে পাওয়া যায় না। সে কারণে এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটে। তাঁরা বলেন, ‘‘রাস্তাটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ ধোবারুর ওই দুর্ঘটনার পরে রাস্তা পরিদর্শনে এসে আইজি (ট্রাফিক) মনোজ ভর্মা বেশ কিছু ব্যবস্থার কথা জানিয়েছিলেন। পথে ডিভাইডার বসানো, কুনুরের সেতুর দু’দিকে বাঁকের কাছে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এই সেতুর দু’দিকে কিছু স্পিড ব্রেকার বসানো দরকার। এ দিন ঘটনাস্থলে এসেছিলেন এডিসিপি (পূর্ব) অভিষেক মোদী। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা হয়েছে। তা কার্যকর করার কাজ চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement