ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক

ফের দুর্ঘটনা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এ বারের ঘটনাস্থল বর্ধমানের রথতলা থেকে কিছুটা দূরে গোদা এলাকায়। শনিবার দুর্ঘটনার পরে জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণ পথ অবরোধ করেন বাসিন্দাদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০১:৪০
Share:

ফের দুর্ঘটনা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এ বারের ঘটনাস্থল বর্ধমানের রথতলা থেকে কিছুটা দূরে গোদা এলাকায়। শনিবার দুর্ঘটনার পরে জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণ পথ অবরোধ করেন বাসিন্দাদের একাংশ।

Advertisement

পুলিশ জানায়, শনিবার সকাল ন’টা নাগাদ গোদা এলাকার বাসিন্দা, পেশায় একটি চালকলের মালিক মহম্মদ জালালউদ্দিন (৪১) মোটরবাইক চড়ে করে গোদা থেকে লাকুরডির দিকে যাচ্ছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গোদা মোড়ে একটি পাথরবোঝাই ট্রাক জালালউদ্দিনের মোটরবাইকের পিছনে ধাক্কা মারে। ট্রাকের সামনে চাকা পিষে দেয় ওই ব্যক্তিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতাগামী ট্রাকটি প্রায় তিনশো মিটার টেনে নিয়ে যায় জালালউদ্দিনকে। এর পরেই বাসিন্দাদের একাংশ ট্রাকে ভাঙচুর করেন। অবরোধ করা হয় দু’নম্বর জাতীয় সড়কে। তাড়া করে ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার
করে পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, নবাবহাট থেকে উল্লাস পর্যন্ত এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। গত ২২ মার্চ রথতলায় দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের সাত জনের। তার পরেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এমনকী রাস্তা ‘শনির দশা’ কাটাতে এক্সপ্রেসওয়ের উপরেই বাসিন্দাদের একাংশ পুজোও করেন। বাসিন্দাদের অভিযোগ, উপযুক্ত নজরদারির অভাবেই বারবার দুর্ঘটনা ঘটছে। অবরোধকারীরা রাস্তায় যান নিয়ন্ত্রণ, পুলিশ ক্যাম্প ও পথবাতির দাবি জানান। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement