সেতু সারানোর ফাঁকে দুর্ঘটনা, পাকল যানজট

পাশে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এ দিকে পুরনো সেতুর নড়বড়ে দশা। শেষ পর্যন্ত শুক্রবার রাত থেকে যান চলাচল বন্ধ করে শনিবার সকাল পর্যন্ত মেরামতির কাজ হল পুরনো সেতুতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:০৭
Share:

•স্তব্ধ: বহু গাড়ি রইল আটকে। নিজস্ব চিত্র

পাশে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এ দিকে পুরনো সেতুর নড়বড়ে দশা। শেষ পর্যন্ত শুক্রবার রাত থেকে যান চলাচল বন্ধ করে শনিবার সকাল পর্যন্ত মেরামতির কাজ হল পুরনো সেতুতে। যার জেরে সকালে সেতু খুলতেই যানজট তৈরি হয় বাঁকুড়া-দুর্গাপুর রোডে। কিছুটা দূরে বাঁকুড়া মোড়ে লরির ধাক্কায় এক বালিকা জখম হওয়ায় যানজট আরও বেড়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

দুর্গাপুর-বাঁকুড়া রাস্তায় পঞ্চাশের দশকে ডিভিসি-র বর্ধমান সেচ খালের উপর সেচ দফতর সেতুটি গড়ে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সঙ্গে বর্ধমান ও উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম রাস্তাটি। এই সেতুটিতে ১০ টনের বেশি মালবোঝাই গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মিত ভারী যান চলাচল করে বলে অভিযোগ। জীর্ণ সেতুর কংক্রিটের মেঝে ক্ষয়ে গিয়েছে। সেতুতে নিকাশির ব্যবস্থা নেই। ফলে, বৃষ্টি হলেই জল জমে যায়। সেতুর নীচের অংশও ক্ষয়ে গিয়েছে। ফলে, এই সেতু দিয়ে যাতায়াত যথেষ্ট বিপজ্জনক বলে অভিযোগ নিত্যযাত্রীদের।

পূর্ত দফতর পাশেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে। তবে তা শেষ হতে সময় লাগবে। তাই শুক্রবার রাত থেকে পুরনো সেতুটির নীচে গার্ডার লাগানোর কাজ শুরু হয়। সে জন্য সকাল ৭টা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। ছোট গাড়ি বীরভানপুর, দামোদরের ব্যারাজ হয়ে বাঁকুড়া যেতে পারলেও আটকে পড়ে ভারী যানবাহন, কারখানার মালপত্র বোঝাই লরি, ট্রাক। সকালে যান চলাচল শুরু হতেই যানজট হয়। কিছুক্ষণ পরে বাঁকুড়া মোড়ে রাস্তা পারাপার করতে গিয়ে লরির ধাক্কায় জখম হয় এক বালিকা। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। লরির চালক ও খালাসিকে আটক করে পুলিশ। এই ঘটনার জেরে যানজট আরও বেড়ে যায়। পুলিশ যান নিয়ন্ত্রণ শুরু করার পরে দুপুর ১২টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement