ভর্তি নিয়ে গোলমাল, গেট আটকে বিক্ষোভ

কাউন্সেলিং নয়, অনার্সে ভর্তি করতে হবে পছন্দের ছাত্রকে — এই দাবিতে প্রায় চার ঘণ্টা গেট আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল কয়েক জন ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার রানিগঞ্জের ত্রিবেণীদেবী ভালটিয়া কলেজের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫২
Share:

এ ভাবেই চলল আন্দোলন।— নিজস্ব চিত্র।

কাউন্সেলিং নয়, অনার্সে ভর্তি করতে হবে পছন্দের ছাত্রকে — এই দাবিতে প্রায় চার ঘণ্টা গেট আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল কয়েক জন ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার রানিগঞ্জের ত্রিবেণীদেবী ভালটিয়া কলেজের ঘটনা।

Advertisement

দুপুর সাড়ে ১২টা নাগাদ গেট বন্ধ করে শিক্ষকদের আটকে রাখা হয় বলে অভিযোগ। কয়েক জন শিক্ষকের বক্তব্য, তাঁদের নিগ্রহও করা হয়। টিএমসিপি-র নেতৃত্বেই এই বিক্ষোভ-আন্দোলন হয়েছে বলেও তাঁদের দাবি।

কলেজ সূত্রের খবর, কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে অনার্সে প্রায় ৭৫টি আসন খালি রয়েছে। কলেজ কর্তৃপক্ষ ঠিক করে, পাসকোর্সের পড়ুয়াদের মেধাতালিকার ভিত্তিতে ওই আসনগুলিতে ভর্তি নেওয়া হবে। সেই মতো ৩০ অগস্ট কাউন্সেলিং করার ঘোষণা করা হয়। কিন্তু টিএমসিপি তা বন্ধ করে দেয় বলে অভিযোগ। পরে ঠিক হয়, শুক্রবার, ৯ সেপ্টেম্বর কাউন্সেলিং হবে। কলেজের অধ্যক্ষ আশিসকুমার দে এ দিন বলেন, ‘‘অনৈতিক দাবি মানা হবে না। বিক্ষোভ শুরু হতেই টিচার্স কাউন্সিলের মিটিং ডাকা হয়। সেখানেও কাউন্সেলিংয়ের পক্ষে সিদ্ধান্ত হয়। কাউন্সেলিং হবে।’’

Advertisement

যদিও অভিযোগ অস্বীকার করে টিএমসিপি-র দাবি, প্রথম বর্ষের ক্লাস নিয়মিত না হওয়াতেই বিক্ষোভ দেখানো হয়েছে। কলেজের ছাত্র সংসদের সম্পাদক ভিক্টর বাগচি বলেন, ‘‘কলেজে ছিলাম না। কে বা কারা বিক্ষোভ দেখিয়েছেন জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement