বিধবাকে ধর্ষণের নালিশ, ধৃত পাঁচ

বিধবাকে গণধর্ষণের অভিযোগে দুর্গাপুরের আমরাই থেকে গ্রেফতার করা হল পাঁচ যুবককে। দিন তিনকে আগে গ্রামের পাশে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তারা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছিলেন তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৭:২৬
Share:

আদালতের পথে ধৃতেরা। নিজস্ব চিত্র।

বিধবাকে গণধর্ষণের অভিযোগে দুর্গাপুরের আমরাই থেকে গ্রেফতার করা হল পাঁচ যুবককে। দিন তিনকে আগে গ্রামের পাশে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তারা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছিলেন তরুণী। পুলিশ জানায়, মোবাইলের সূত্র ধরে প্রথমে মূল অভিযুক্ত, তার পরে বাকি চার জনকে ধরা হয়েছে। কমিশনারেটের এডিসিপি (পূর্ব) কুমার গৌতম বলেন, ‘‘ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পরে দুই সন্তানকে নিয়ে আমরাই গ্রামে বাপেরবাড়িতে থাকেন বছর আঠাশের ওই মহিলা। সম্প্রতি স্থানীয় যুবক শেখ সাজাহানের সঙ্গে তাঁর আলাপ হয়। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করেন, মায়ের সঙ্গে দেখা করানোর নাম করে সাজাহান মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রামের পাশে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই হাজির হয় শেখ আমিরুল, শেখ রেজাউল, শেখ বিল্টু ও শেখ আলমগির নামে বাকি চার জন। তার পরেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার দুর্গাপুর থানায় দাঁড়িয়ে ওই মহিলার অভিযোগ, ‘‘পাঁচ জনই জড়িত। ওদের সবার শাস্তি চাই।’’ ওই যুবকেরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার দুর্গাপুর থানায় যোগাযোগ করেন ওই মহিলা। পুলিশকে বিশদে জানান। ডাক্তারি পরীক্ষা করানোর পরে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে মহিলাকে সাজাহান ফোন করত, সেই নম্বরের উপরে নজরদারি শুরু করে পুলিশ। শেষে শুক্রবার বিকেলে তাকে পাকড়াও করা হয়। তাকে জেরা করে বাকি চার জনের হদিস মেলে। রাতে তাদেরও গ্রেফতার করা হয়।

Advertisement

শনিবার আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জেনেছে, ধৃতদের বয়স বছর কুড়ির আশপাশে। তাদের বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ আছে কি না খোঁজ নিচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement