(বাঁ দিকে) অভিনেতা শুভাশিস ঠাকুর। সংলাপ বলতে বলতে মঞ্চে ঢলে পড়লেন অভিনেতা (ডান দিকে)। — নিজস্ব চিত্র।
যাত্রায় অভিনয় করতে করতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় তপোবন সিটিতে এই ঘটনা হয়েছে। স্থানীয় বাসিন্দা শুভাশিস ঠাকুর মঞ্চে অভিনয় করছিলেন। অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়েন তিনি। মঞ্চেই মৃত্যু হয় ৬২ বছরের শুভাশিসের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তপোবন সিটিতে একটি যাত্রাপালা হচ্ছিল। নাম ‘সত্য ত্রেতা দ্বাপর কলি’। এই যাত্রাপালায় অভিনয় করছিলেন তপোবন সিটিরই বাসিন্দা শুভাশিস। যাত্রার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, সংলাপ বলতে বলতে হঠাৎই মঞ্চে পড়ে যান শিল্পী। তড়িঘড়ি সহ-শিল্পীরা তাঁকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শুভাশিসকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুভাশিসের।
এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা তপোবন সিটি। সোমবার মাঝপথেই বন্ধ হয়ে যায় যাত্রাপালা। এক অভিনেতা জানিয়েছেন। পরশুরামের ভূমিকায় অভিনয় করছিলেন শুভাশিস। যাত্রার তৃতীয় দৃশ্যে সংলাপ বলতে বলতে লুটিয়ে পড়েন তিনি। শুভাশিস তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে থাকতেন। উল্টোদিকেই তাঁর একটি মুদির দোকান ছিল। আদতে তিনি পুরুলিয়ার বাসিন্দা।