অভিযুক্ত মৌসুমী বাউরি এবং তাঁর প্রেমিক অবিরাম বাউরি। —নিজস্ব চিত্র।
আসানসোলের পরিহারপুর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার কিনারা করল জামুড়িয়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় মৃত সঞ্জিত বাউড়ির স্ত্রী মৌসুমি বাউড়ি এবং তার প্রেমিক অবিরাম বাউড়িকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই সঞ্জিতের সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমির দম্পত্য কলহ চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির সুযোগ নিয়ে মৌসুমির সঙ্গে সম্পর্কে জড়ান দ্বিতীয় অভিযুক্ত অবিরাম। তাঁর জেরেই খুন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশি জেরার মুখে পড়ে তাঁদের অপরাধের কথা স্বীকার করেন নেন অভিযুক্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিক। তার পর তাঁদের গ্রেফতার করে আসালসোল আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশের ডিসি ধ্রুব দাস জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির অশ্বাস দিয়েছে পুলিশ।