Jitendra Tiwari

Agnimitra-Jitendra: জিতেন্দ্রদার ভূমিকা কী ছিল? প্রশ্ন তুলে বিজেপির অস্বস্তি বাড়ালেন আসানসোলের অগ্নিমিত্রা

ভাইরাল হয়ে যাওয়া ওই অডিয়ো ক্লিপ নিয়ে জিতেন্দ্র সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘আমি এমন কোনও অডিয়ো ক্লিপের কথা কিছু জানি না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২১:০৮
Share:

জিতেন্দ্র ও অগ্নিমিত্রা

লোকসভা উপনির্বাচনের সময় দলের দায়িত্বে থাকা জিতেন্দ্র তিওয়ারি-সহ অন্যান্য নেতৃত্বের ভূমিকা কী ছিল? এ বার এই প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক আবার লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থীও বটে। পাশাপাশি ওই উপনির্বাচনে বিপুল ভোটে হার নিয়ে কাটাছেঁড়া চেয়েছেন তিনি।ঘটনার সূত্রপাত মাত্র ১৭ সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ ঘিরে। যে ক্লিপে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘জিতেন্দ্র তিওয়ারি’দা নির্বাচনের সময় কী রকম ভূমিকা পালন করেছেন? উনি কি দলের হয়ে কাজ করেছেন না কি বিরোধিতা করেছেন? আসল কী রকম কাজ করেছেন উনি? সেটা জানতে চাইছি।’’ অনেকের মতে ওই অডিয়ো ক্লিপে যে মহিলাকে উপনির্বাচন জিতেন্দ্রর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে তা অগ্নিমিত্রার কণ্ঠ। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

রবিবার সাংবাদিকরা অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন আসানসোলে লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল? আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তার জবাব দেন, ‘‘আমি প্রশ্ন করেছি তাঁর ভূমিকা কী ছিল? আমি জানতে চেয়েছি, যেখানে মানুষের যা হাওয়া ছিল, যা সমর্থন ছিল, সেখানে আমাদের বিশ্বাস ছিল, অন্তত ৩০-৪০ হাজার ভোটে হলেও আমরা জিতব। কিন্তু ভয়াবহ ফল হল। এটা ঠিক যে ছাপ্পা হয়েইছে। অনেক জায়গায় বুথেও আমরা লোক বসাতে পারিনি। আজকে যে নেতৃত্ব দায়িত্ব নিয়েছিলেন তাঁদের কী ভূমিকা ছিল সেটার তদন্ত হওয়া তো দরকার। কারণ আর তো দু’বছর বাদে ২০২৪। সেখানে যিনিই দাঁড়ান এই নেতৃত্বই তো থাকবেন।’’ অগ্নিমিত্রা আরও বলেছেন, ‘‘আমি অন্তর্ঘাত হয়েছে এমনটা বলব না।’’

উপনির্বাচনে জিতেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও এক সময় বিজেপির দখলে থাকা আসানসোল লোকসভায় বিপুর ভোটে হার নিয়ে অগ্নিমিত্রা কাঠগড়ায় তুলেছেন রাজ্যের শাসকদলের ‘সন্ত্রাস’কে। তাঁর ব্যাখ্যা, ‘‘যত ক্ষণ না সন্ত্রাসমুক্ত ভোট হচ্ছে তত ক্ষণ মানুষের বেরনো মুশকিল। কারণ বারাবনি বলুন, পাণ্ডবেশ্বর বলুন, যেখান থেকে ৯০-৯৫ হাজার ভোটে লিড করেছে। এটা সম্ভব নয়। কারণ সেখানেও মানুষ বাড়ি থেকে বেরোয়নি। পাণ্ডবেশ্বরের বিধায়ক খোলাখুলি হুমকি দিয়েছিলেন। এত খোলাখুলি হুমকি দেখাতে পারে কী করে? এই ঔদ্ধত্য কী করে হয়? কোথাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ‘আশীর্বাদ’ রয়েছে।’’

Advertisement

ভাইরাল হয়ে যাওয়া ওই অডিয়ো ক্লিপ নিয়ে জিতেনের সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘আমি এমন কোনও অডিয়ো ক্লিপের কথা জানি না।’’ অগ্নিমিত্রা যে তিনি-সহ দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তা নিয়েও কিছু বলতে চাননি জিতেন। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আসানসোলে লোকসভা উপনির্বাচনের সপ্তাহ দু’য়েক আগে কলকাতায় দুর্ঘটনার কবলে পড়েছিলেন জিতেন কন্যা পল্লবী তিওয়ারি। সে জন্য জিতেনকে সস্ত্রীক দৌড়তে হয়েছিল কলকাতায়। সে কারণেই তিনি ব্যস্ত ছিলেন বলে তাঁর ঘনিষ্ঠমহলের মত। তবে আসানসোল উপনির্বাচনের হারের এক মাস পেরনোর আগে অগ্নিমিত্রার এই প্রশ্ন নতুন অস্বস্তির সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন