আসানসোলে তৃণমূল নেতার উপর আক্রমণ, তদন্তে পুলিশ

অভিনব কায়দায় আসানসোল উত্তর বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি উৎপল সিংহের উপর হামলা চালালো দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৬:৩৩
Share:

নিজস্ব চিত্র।

অভিনব কায়দায় আসানসোল উত্তর বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি উৎপল সিংহের উপর হামলা চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ছেলেকে বাইকে বসিয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত স্টেশন রোড দিয়ে যাচ্ছিলেন উৎপল। সে সময়ই পাতলা নাইলনের দড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই আঘাতে গলার কাছে তৈরি হয়েছে ক্ষত।

Advertisement

ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে না ছিনতাইবাজরা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষ হলে জানা যাবে।

আসানসোল রেল দফতরের সামনে যেখানে এই ঘটনা ঘটেছে, ঠিক তার পাশেই যোগীবাবা মন্দিরে যোগী বাবার মুর্তি চুরি হয়েছে। সেই ঘটনারও তদন্ত করছে পুলিশ। পর পর এই দুই ঘটনায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement