Viral Video

বিয়েতে হাজির বরের প্রাক্তন প্রেমিকা, তরুণকে খাচ্ছিলেন চুমুও, নজরে পড়তেই তরুণীর চুলের মুঠি ধরে টান কনের, ভাইরাল ভিডিয়ো

ফুল দিয়ে সাজানো মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। অনুষ্ঠানে নিমন্ত্রিত এক তরুণী অতিথি তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে পোজ় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবি তোলা শেষ হলে নতুন বরের হাতে চুমু খেতে চাইছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রাক্তন প্রেমিকের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তরুণী। নবদম্পতিকে উপহার দিয়ে তাঁদের সঙ্গে একটি ছবি তুলছিলেন তিনি। প্রাক্তন প্রেমিকের পাশেই পোজ় দিয়ে দাঁড়াতে দেখা গেল তাঁকে। নতুন জীবন শুরু করছেন বলে হাতে চুমু খেয়ে প্রাক্তন প্রেমিককে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তরুণী। কিন্তু আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না নতুন বৌ। সেই তরুণীর চুলের মুঠি ধরে মঞ্চেই ফেলে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রাশিয়ানিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুল দিয়ে সাজানো মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। অনুষ্ঠানে নিমন্ত্রিত এক তরুণী অতিথি তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে পোজ় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবি তোলা শেষ হলে মাথা ঝুঁকিয়ে নতুন বরের হাতে চুমু এঁকে দিতে এগিয়েছিলেন তরুণী। তা দেখেই রেগে আগুন হয়ে গেলেন নববধূ। কারণ, সেই তরুণী আর কেউ নন। তাঁর বরের প্রাক্তন প্রেমিকা।

নিজের প্রাক্তন প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলেন তরুণ। বরের প্রাক্তন প্রেমিকাকে দেখেই মুখভার হয়ে গিয়েছিল নতুন বৌয়ের। ছবি তোলার পর যখন তিনি আবার চুমু খেতে এগিয়ে গেলেন, তখন আর রাগ সামলাতে পারলেন না নববধূ। সেই তরুণীর চুলের মুঠি ধরে এক টান দিলেন তিনি। টাল সামলাতে না পেরে যন্ত্রণায় চিৎকার করে মঞ্চের উপর ধপাস করে পড়ে গেলেন তরুণী। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। জানা গিয়েছে যে, এই ঘটনাটি ইন্দোনেশিয়ার একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘তরুণীর কত সাহস! প্রাক্তন প্রেমিকের স্ত্রীর সামনেই তাঁর হাতে চুমু খাচ্ছেন। এমন শাস্তি তো পেতেই হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement