Viral Video

ট্রাফিক আটকে বাজি ফাটিয়ে মাঝরাস্তায় ছেলের জন্মদিন উদ্‌যাপন গুজরাতের ব্যবসায়ীর, দিলেন হুমকিও, ভিডিয়ো ভাইরাল হতে পদক্ষেপ পুলিশের

মাঝরাস্তায় বাজি ফাটিয়ে ছেলের জন্মদিন উদ্‌যাপন করলেন এক ব্যবসায়ী। তার ফলে রাস্তায় যানজট তৈরি হয়। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না দীপক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দু’হাতে আতশবাজি নিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর কারণে যে রাস্তায় যানজট তৈরি হয়েছে, সে দিকে ভ্রুক্ষেপ নেই তাঁর। মাঝরাস্তায় দাঁড়িয়ে বাজি ফাটাতেই ব্যস্ত তিনি। বহু ক্ষণ অপেক্ষা করার পর ট্রাফিকে আটকে থাকা এক গাড়ির চালক হর্ন বাজান। তা শুনে বিরক্ত হয়ে জ্বলন্ত বাজি দেখিয়ে ইশারায় চালককে হুমকিও দেন সেই ব্যক্তি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মহম্মদ জুবের’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পাঞ্জাবি পরে মাঝরাস্তায় দু’হাতে আতশবাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে রয়েছেন কয়েক জন নিরাপত্তারক্ষীও। তাঁরা মাঝরাস্তায় গাড়ি থামিয়ে বাজিতে আগুন ধরাচ্ছেন। আর সেই ব্যক্তি মহানন্দে বাজি ফাটাচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি গুজরাতের সুরতের দুমাস এলাকায় ঘটেছে। অভিযুক্তের নাম দীপক ইজারদার। পেশায় ব্যবসায়ী তিনি। মাঝরাস্তায় বাজি ফাটিয়ে ছেলের জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি। তার ফলে রাস্তায় যানজট তৈরি হয়েছে। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন দীপক। বরং এক গাড়িচালক হর্ন দেওয়ায় সেই আওয়াজ শুনে বিরক্ত হয়ে যান দীপক।

Advertisement

জ্বলন্ত বাজি দেখিয়ে ইশারায় চালককে হুমকিও দেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। দীপক সেই প্রসঙ্গে বলেন, ‘‘আমি তো জনপ্রিয়। আমার জন্য যদি পাঁচ মিনিট গাড়ি দাঁড়িয়ে থাকে, তাতে কী-ই বা এসে যায়!’’ দীপকের এই ভিডিয়োটি নজর কাড়ে গুজরাত পুলিশেরও। দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement