Viral Video

কর্মীদের ফাঁকি দিয়ে এক বছর ধরে বিমানবন্দরের টার্মিনালেই সংসার যাপন তরুণীর, ভিডিয়ো ভাইরাল

এক বছর ধরে বিমানবন্দরের কর্মীদের ফাঁকি দিয়ে টার্মিনালে বাস করছিলেন এক তরুণী। কয়েক জন শিশু খেলাধুলা করতে গিয়ে তাঁকে দেখে ফেলে। তখনই ধরা পড়ে যায় তরুণীর লুকোনো সংসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিমানবন্দরের টার্মিনালের ভিতরেই মালপত্র নিয়ে সংসার পেতে রয়েছেন। অথচ তাঁর উপস্থিতি টের পাচ্ছে না কাকপক্ষীটিও। এই ঘটনা শুনলে হলি অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ‘দ্য টার্মিনাল’ ছবিটির কথা মনে পড়তে পারে। তবে এই ঘটনা যে বাস্তবেও ঘটেছে। এক বছর ধরে বিমানবন্দরের কর্মীদের ফাঁকি দিয়ে টার্মিনালে বাস করছিলেন এক তরুণী। কয়েক জন শিশু খেলাধুলা করতে গিয়ে তাঁকে দেখে ফেলে। তখনই ধরা পড়ে যায় তরুণীর লুকোনো সংসার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মালয়েশিয়া ট্রিবিউন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীকে ঘিরে বিমানবন্দরের কর্মীরা হইচই শুরু করেছেন। কারণ, বিমানবন্দরের টার্মিনালের ভিতর সেই তরুণী এক বছর লুকিয়ে ছিলেন।

ঘটনাটি কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই তরুণী চিনের বাসিন্দা। জানা গিয়েছে, সেই তরুণীর মানসিক সমস্যা রয়েছে। এখনও পর্যন্ত বিমানবন্দরের তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। সেই তরুণী কেন টার্মিনালে থাকা শুরু করলেন, তা-ও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement