Viral Video

বিপজ্জনক ভাবে বাস থেকে ঝুলছে স্কুলপড়ুয়ারা, বসে রয়েছে ছাদেও! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক নেটপাড়ায়

ভিড় বাস থেকে ঝুলে ঝুলে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। কেউ বাসের পাদানি থেকে বাইরে ঝুলে পড়েছে। দু’-তিন জন আবার বাসের ছাদে ওঠার সিঁড়ি ধরে ঝুলছে। বাসের ছাদে উঠেও বসে পড়েছে অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাসের ভিতর বসার জায়গা নেই। ভিড় উপচে পড়ছে। তবুও স্কুল পৌঁছোতে দেরি হয়ে যাবে বলে ভিড় বাসেই চেপে পড়ল স্কুলপড়ুয়ারা। কেউ বাসের সিঁড়ি থেকে ঝুলে পড়েছে। কেউ কেউ আবার বাসের ছাদে চড়ে বসেছে। পড়ুয়াদের স্কুলযাত্রার এই ভয়াবহ ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বার্মারআপডেট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভিড় বাসে করে ঝুলে ঝুলে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। কেউ বাসের পাদানি থেকে বাইরে ঝুলে পড়েছে। দু’-তিন জন আবার বাসের ছাদে ওঠার সিঁড়ি ধরে ঝুলছে। বাসের ছাদেও উঠে বসে পড়েছে অনেকে। ঘটনাটি রাজস্থানে ঘটেছে বলে ভিডিয়ো থেকে জানা যায়।

এক পথচারী গাড়ি চালিয়ে সালুম্বের থেকে ধারিয়াবাদের দিকে যাচ্ছিলেন। গন্তব্যে যাওয়ার পথে মাঝরাস্তায় এই দৃশ্য দেখেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড় ওঠে। নেটাগরিকদের একাংশের দাবি, এমন বিপজ্জনক ভাবে যাত্রা করলে যে কোনও মুহূর্তে পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে স্কুলপড়ুয়ারা। স্থানীয়দের অধিকাংশের দাবি, স্কুলবাসের সংখ্যা খুব বেশি নয়। বেসরকারি বাসগুলিতে মাঝেমধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি যাত্রী বাসে তুলে নেওয়া হয়। যাত্রীরাও তাড়াহুড়ো থাকার কারণে এ ভাবেই যাত্রা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement