ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গ্রামবাসীদের খেতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছিল এক বুনো শুয়োর। কোনও ভাবেই তাকে বাগে আনা যাচ্ছে না। কোনও উপায় না দেখে বন বিভাগের কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। তাঁদের বিপদ থেকে উদ্ধার করতে জাল হাতে জঙ্গলে ঢুকে পড়লেন বন দফতরের কর্মীরা। কিন্তু তাঁদের দেখেই খেপে গেল বুনো শুয়োরটি। এক কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিতে চলল আক্রমণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অংশু ত্রিপাঠী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বন বিভাগের এক কর্মীর উপর ঝাঁপিয়ে পড়েছে একটি বুনো শুয়োর। তাকে তাড়ানোর চেষ্টা করছেন অন্য কর্মীরা। কিন্তু শুয়োরটি সেই কর্মীকে মাটিতে ফেলে ক্রমাগত আক্রমণ করে চলেছে। শেষ পর্যন্ত লাঠি মেরে তাড়িয়ে বন বিভাগের কর্মীকে উদ্ধার করা হয়।
সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার সিরসৌলী গ্রামে ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের খেতে ঢুকে ফসলের ক্ষতি করছিল বুনো শুয়োরটি। বন দফতরের কাছে অভিযোগ জানাতে শুয়োরটিকে উদ্ধার করতে যান বন বিভাগের কর্মীরা। বন দফতরের এক আধিকারিক শুভম প্রতাপ সিংহ দলবল নিয়ে শুয়োরটিকে উদ্ধার করতে বেরিয়েছিলেন।
কিন্তু এত লোকজন দেখে খেপে যায় শুয়োরটি। তেড়ে গিয়ে শুভমের উপর ঝাঁপিয়ে পড়ে সে। তার পর মাটিতে ফেলে ক্রমাগত আক্রমণ করে চলে শুয়োরটি। কোনও ক্রমে লাঠি দিয়ে মেরে শুয়োরটিকে তাড়ানো হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় শুভমকে। পরে সেই বুনো শুয়োরটিকেও উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।