বাড়ি মালিককে হুমকির নালিশ

কেন্দ্রীয় প্রকল্পে প্রধানমন্ত্রী কৌশল প্রশিক্ষণ কেন্দ্রের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় আসানসোলের এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০০:৪২
Share:

নালিশ বাবুলের। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় প্রকল্পে প্রধানমন্ত্রী কৌশল প্রশিক্ষণ কেন্দ্রের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় আসানসোলের এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার ওই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই অভিযোগ করলেন এলাকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি তৃণমূলের।

Advertisement

বেকার যুবকদের স্বনির্ভর করতে কেন্দ্র দেশ জুড়ে এই প্রকল্পটি শুরু করেছে। রবিবার আসানসোল-সহ দেশের ২৬টি বড় শহরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কেন্দ্রগুলির উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আসানসোলের কেন্দ্রটি উদ্বোধনে এ দিন হাজির ছিলেন বাবুল। অনুষ্ঠানের পরেই তাঁর অভিযোগ, ‘‘কেন্দ্রটির জন্য ভাড়া নেওয়া এই বাড়িটির মালিককে শাসকদল আশ্রিত রবিউল নামে এক দুষ্কৃতী ফোনে হুমকি দিয়েছে। আমি বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।’’

বাবুলের দাবি, কেন্দ্র প্রকল্পটি শহরের যুবকদের স্বনির্ভর করে তুলতে তৈরি হয়েছে। পাঁচটি বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিতরা ব্যাঙ্ক ঋণ নিয়ে নিজেদের মতো করে কাজ করতে পারবেন। তাতে শহরে কর্মসংস্থান বাড়বে। বাবুলের অভিযোগ, ‘‘এই রকম একটি গঠনমূলক পরিকল্পনা ভেস্তে দিয়ে চাইছেন এক দল লোক। তাঁরা বুঝতে চাইছেন না, এ সব করে আদতে ক্ষতি হচ্ছে শহরবাসীরই।’’

Advertisement

শহরের তৃণমূল নেতা রবিউল ইসলাম বলেন, ‘‘আমি কোনও হুমকি দিইনি। আমি পুরসভার আইনি উপদেষ্টা। শহরে ব্যবসায়িক কিছু তৈরি হলে নিয়ম অনুযায়ী তার খোঁজখবর করা আমার দায়িত্বে পড়ে। শনিবার বিকেলে সে বিষয়ে খোঁজ করতে গিয়েছিলাম। কিন্তু হুমকির অভিযোগ মিথ্যে।’’ বাড়িটির মালিক সুরেন জালানকে গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। থানাতেও তিনি কোনও অভিযোগ করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন