TMC

BJP: বৈঠকে ছিলেন না, কিন্তু বাবুলকেই মাথায় রেখে আসানসোলে পুরভোট-টিম গড়লেন দিলীপ

মঙ্গলবার আসানসোলে বিজেপি-র জেলা কার্যালয়ে বৈঠক করে ২১ জনের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মাথায় রাখা হয়েছে বাবুলকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ২০:১৮
Share:

বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষ। — ফাইল চিত্র

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কাঁধে এ বার শিল্পশহরের পুরভোটের দায়িত্ব সঁপে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার আসানসোলে হওয়া ওই দলীয় বৈঠকে অবশ্য ছিলেন না বাবুল। তবে তাঁকে সেনাপতি করেই যে বিজেপি ওই শহরে আগামী পুরভোট লড়বে তা ঘোষণা করেছেন দিলীপ

Advertisement

বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, বিজেপি-র পাখির চোখ পুরভোট। মঙ্গলবার আসানসোলে বিজেপি-র জেলা কার্যালয়ে বৈঠক করে ২১ জনের কমিটি গঠন করা হয়েছে। তার মাথায় বাবুল, যিনি এক সময় কেন্দ্রের নগরোন্নয়ন প্রতিমন্ত্রীও ছিলেন। কমিটিতে রয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, দুর্গাপুরে বিধায়ক তথা বিজেপি-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই-সহ অনেকে।

কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পর, মঙ্গলবার নিজের কেন্দ্রে হওয়া প্রথম দলীয় বৈঠকে অবশ্য অনুপস্থিত ছিলেন বাবুল। গত বুধবার মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বাবুল জানিয়েছিলেন, তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এ নিয়ে বুধবার রাতেই তাঁকে নিশানা করেন বিজেপি-র রাজ্য সভাপতি। সেই পর্বের পর মঙ্গলবার আসানসোল জেলা কার্যালয়ে বাবুল এবং দিলীপের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল। তবে তা বাস্তবে ঘটেনি। বাবুলের অনুপস্থিতি নিয়ে দিলীপের মন্তব্য, ‘‘সবাইকে খবর দেওয়া হয়েছে। সাংসদও আমন্ত্রিত। এটা জেলার কমিটি। জেলা এবং মণ্ডলের কার্যকর্তারা আছেন। উনি সব বৈঠকে থাকেন না। উনি সময়মতো থাকেন। মন্ত্রিত্ব থেকে তো মুক্ত হয়েছেন। আসবেন, আমাদের সঙ্গেই কাজ করবেন।’’

Advertisement

তৃণমূল (এআইটিসি) এবং মুকুল রায়কে সম্প্রতি টুইটারে অনুসরণ (ফলো) করতে শুরু করেছেন বাবুল। তা নিয়ে দিলীপ বলেন,‘‘আমাকেও অনেকে ফলো করে, কী বলব? কেউ কাউকে ফলো করতেই পারেন। টুইটারে ফলো করা ভাল। অন্য রকম ভাবে ফলো না করাই ভাল।’’

২০১৪ সালের লোকসভা ভোটের আগে আসানসোলে দাঁড়িয়ে সেখানকার বাসিন্দাদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে।’’ এর পর জনসমর্থনের সরণি বেয়ে দু’বার বাবুল পৌঁছেছেন সংসদে। সামলেছেন একাধিক মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও। গত বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রাজ্যে যে ক’জন সাংসদকে বিজেপি বিধায়ক পদে প্রার্থী করেছিল তার মধ্যে ছিলেন বাবুলও। যদিও টালিগঞ্জ কেন্দ্রে হার মানতে হয় তাঁকে। এ বার পুরভোটে বাবুলকে দেওয়া হল তাঁর নিজের কেন্দ্রেরই দায়িত্ব। যদিও এই দলীয় দায়িত্ব অর্পণের মধ্যবর্তী পর্যায়ে বাবুলকে সরানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন