Babul Supriyo

Babul Supriyo: বিজেপি-র থেকেও মন দিয়ে তৃণমূল করব, আসানসোলে এসে বললেন বাবুল

বুধবার সন্ধ্যায় আসানসোলে পাঁচগাছিয়ায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বাবুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ২১:৫৮
Share:

আসানসোলে বাবুল সুপ্রিয়। —নিজস্ব চিত্র।

বিজেপি করার সময়ও একনিষ্ঠ ভাবে দলের কাজ করেছিলেন। এ বার এককালের বিরোধী শিবির তৃণমূলে যোগদানের পরেও দলের প্রতি তাঁর নিষ্ঠার অভাব হবে না। বরং বিজেপি-র থেকেও মন দিয়ে তৃণমূল করবেন। বুধবার নিজের পুরনো লোকসভা কেন্দ্র আসানসোলে এসে এ দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়

Advertisement

বুধবার সন্ধ্যায় আসানসোলে পাঁচগাছিয়ায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বাবুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘যে দলই করি না কেন তা মন দিয়েই করেছি। তৃণমূলে এসে বিজেপি-র থেকেও বেশি মন দিয়ে কাজ করব।’’

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। সে সময় আসানসোলের সাংসদ থাকলেও অক্টোবরে সে পদ থেকেও ইস্তফা দেন তিনি। বুধবার নিজের পুরনো দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দিলীপের নাম না করে বাবুল বলেন, ‘‘তিনি মর্নিংওয়াক করুন। ভুলভাল ব্যায়াম করুন। ভুলভাল বলে মানুষকে তাতালেও তাতে কোনও লাভ হবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন