Bardhaman Medica College Hospital

হাসপাতালের নিরাপত্তায় জোর, নজরে পরিকাঠামোও

এ দিন দলটি হাসপাতালের পুলিশ ক্যাম্প, জরুরি বিভাগ, জি+৭ ভবন, বক্ষ বিভাগ, ফার্মেসি-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন। কথা বলেন রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গেও। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার তাপস ঘোষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৫
Share:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। —ফাইল চিত্র।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার সাত সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। সুপারের ঘরে দীর্ঘ বৈঠকও হয়। মূলত আরজিকর কাণ্ডের পরে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সরকার ‘রাতের সাথী’ বলে যে প্রকল্প নিয়েছে, তার প্রয়োগ খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দলের নেতৃত্বে ছিলেন আইপিএস পিনাকীরঞ্জন দাস। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজেরই নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তাঁরা। সেই সূত্রেই বর্ধমানে আসা। মেডিক্যাল কলেজের সিসিটিভি ব্যবস্থা, সিসিটিভিতে নজরদারি, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, শৌচাগার-সহ একাধিক ব্যবস্থা খতিয়ে দেখা হয়। আন্দোলনকারী চিকিৎসকদেরও এই বিষয়গুলি নিয়েই ক্ষোভ ছিল।

এ দিন দলটি হাসপাতালের পুলিশ ক্যাম্প, জরুরি বিভাগ, জি+৭ ভবন, বক্ষ বিভাগ, ফার্মেসি-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন। কথা বলেন রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গেও। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার তাপস ঘোষ। তার পরে বৈঠক হয়। প্রসঙ্গত, মাস কয়েক আগে হাসপাতালে এসেছিলেন রাজ্য নিরাপত্তা কমিটির প্রধান সুরজিৎ কর পুরকায়স্থ। তাঁরাও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ দিনের পরিদর্শন নিয়ে সুপার তাপস ঘোষ বলেন, ‘‘রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন। পরিদর্শন এবং বৈঠকে বেশ কিছু বিষয় নজরে এসেছে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন