কলেজের হীরকজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বর্ণাঢ্য পদযাত্রা ও নানা অনুষ্ঠানে শুরু হল বর্ধমান শহরের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের হীরকজয়ন্তী বর্ষ উদযাপন উৎসব। কলেজের সেমিনার হলে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। ‘রাজমাতা মহলে’র একটি বিশেষ কক্ষের দ্বারোদ্ঘাটনও করা হয় এ দিন। অনুষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সম্পর্কিত একটি সিডি প্রকাশ করেন বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। কলেজের প্রাক্তন ছাত্রীদের সংগঠন ‘চিরায়তা’-র উদ্যোগে কবি রজনীকান্ত সেনের ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে গীতিআলেখ্য পরিবেশিত হয়। অধ্যক্ষ সুকৃতী ঘোষাল জানান, টানা এক বছর ধরে নানা অনুষ্ঠানে হীরকজয়ন্তী বর্ষ উদযাপিত হবে।
শুয়োর ধরতে চিঠি
নিজস্ব সংবাদদাতা • কালনা
মহকুমা হাসপাতাল চত্বরে যথেচ্ছ ঘুরে বেড়ানো শুয়োর ধরার জন্য চিঠি পাঠালেন সুপার। শুক্রবার কালনা ১ এর বিডিও, হাটকালনা পঞ্চায়েতের প্রধান ও পুরপ্রধানের কাছে ওই চিঠি পাঠান তিনি। সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের দাবি, হাসপাতাল চত্বরে কেউ শুয়োর পালন না করলেও প্রায়ই শুয়োর ঘোরাফেরা করতে দেখা যায়। এনসেফ্যালাইটিসের আগাম সতর্কতা হিসেবেই ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিও সব্যসাচী রায়চৌধুরী জানান, ব্লক প্রাণিসম্পদ আধিকারিককে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মহীশিলায় লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
দরজার তালা ভেঙে লুঠপাটের ঘটনা ঘটল আসানসোলের মহীশিলায়। পুলিশ জানায়, ওই এলাকার বাসিন্দা অনিমেষ ভট্টাচার্য তাঁর অসুস্থ মা-এর চিকিৎসার জন্য কয়েক মাস ধরে কলকাতায় রয়েছেন। শুক্রবার ভোরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরে অনিমেষবাবু বাড়িতে ফিরে দেখতে পান, বাড়ির দরজার তালা ভাঙা। আলমারি খোলা, চুরি গিয়েছে বেশ কিছু মূল্যবান সামগ্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রধানকে মারের নালিশ উখড়ায়
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
দলেরই পঞ্চায়েত প্রধানকে নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তৃণমূল পরিচালিত উখড়া পঞ্চায়েতে। প্রধান আশিস কর্মকার অভিযোগ করেন, শুক্রবার প্রথমার্ধে পঞ্চায়েত অফিস থেকে জন্ম-মৃত্যু সংক্রান্ত শংসাপত্র দেওয়া হয়। এ দিন উখড়া থেকে এক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চান। তাঁকে কাজের সময়ের দ্বিতীয়ার্ধে আসতে বলা হয়। সেই ব্যক্তি ফিরে চলে যান। তার পরেই কপিল রায় নামে এক জন ওই গ্রাম থেকে এসে পঞ্চায়েত কর্মীদের গালিগালাজ করেন। কপিলবাবু এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। প্রধান আশিসবাবুর অভিযোগ, “আমি ওঁকে বলি, এরকম আচরণ কেন করছেন। তা শুনে ওই ব্যক্তি আমাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। উখড়া পুলিশ আউটপোস্টে অভিযোগ করেছি।” কপিলবাবুর অবশ্য পাল্টা দাবি, “পরিষেবা না দিয়ে এক বাসিন্দাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ জানতে চাওয়ায় প্রধান আমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছেন।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
নেতা জেল-হাজতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত টিএমসিপি নেতা কৃষ্ণেন্দুু রায়কে শুক্রবার আসানসোল আদালতে তোলা হল। এসিজেএম বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ বৃহস্পতিবার আসানসোলের মহিশীলা কলোনিতে শ্বশুরবাড়ি থেকে কৃষ্ণেন্দুর স্ত্রী পূজা রায়ের দেহ উদ্ধার করেছিল।
জয়ী রাজনন্দিনী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল রাজনন্দিনী ক্লাব। ফাইনালে কালী মাতা সঙ্ঘকে ৫-০ গোলে হারিয়ে দেয় তারা। ওই প্রতিযোগিতায় ১৬টি ক্লাব যোগ দিয়েছিল। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার ও স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উমা সাঁই।
হারল রেড ডেভিল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
ফাল্গুনী রায় স্মৃতি ফুটবলে খেতাব জিতল বর্ধমানের সূচী ক্লাব। ফাইনালে রেড ডেভিল ক্লাবকে ১-০ গোলে হারায় তারা। গোলটি করেন কৌশিক রায়। ওই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
ছাত্রীদের নিরাপত্তা বিষয়ে সিডি প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বর্ণাঢ্য পদযাত্রা ও নানা অনুষ্ঠানে শুরু হল বর্ধমান শহরের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের হীরকজয়ন্তী বর্ষ উদযাপন। কলেজের সেমিনার হলে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। অনুষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সম্পর্কিত একটি সিডি প্রকাশ করেন বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। কলেজের প্রাক্তন ছাত্রীদের সংগঠন ‘চিরায়তা’-র উদ্যোগে কবি রজনীকান্ত সেনের ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে গীতিআলেখ্য পরিবেশিত হয়। অধ্যক্ষ সুকৃতী ঘোষাল জানান, এক বছর ধরে নানা অনুষ্ঠানে হীরকজয়ন্তী বর্ষ উদযাপিত হবে।
কারখানা বন্ধের অভিযোগে মিছিল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
তোলাবাজি-সহ নানা অভিযোগে দুর্গাপুরে মিছিল করল ডিওয়াইএফ। তাঁদের আরও অভিযোগ, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিধাননগরে আইটি পার্ক করার কথা থাকলেও তার কোনও কাজই শুরু হয়নি, রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না। হাডকো মোড় থেকে বিধাননগর পর্যন্ত এই মিছিল হয় শুক্রবার। ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায় প্রমুখ।
কোথায় কী
তালিম নৃত্যকেন্দ্রের বর্ষপূর্তি উৎসব। শনি ও রবিবার সন্ধ্যা ৬টা। কাটোয়ার সংহতি মঞ্চে।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বিজ্ঞান আলোচনা। শনিবার বিকাল ৫টা। কাটোয়া বিজ্ঞান পরিষদ ও সূজন সন্ধান সমিতির উদ্যোগে আয়োজিত।
নাট্যভূমির উদ্যোগে উৎপল দত্তের নাটক টিনের তলোয়ার। শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা। সংস্কৃতি লোকমঞ্চ।
দুর্গাপুরের কাশীরাম দাস মাঠে ফুটবল প্রতিযোগিতা। শনি ও রবিবার বিকাল চারটে। আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে।
সিনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে। রবিবার বিকাল চারটা। মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে।
বর্ধমানের মহিলা কলেজে প্রাক্তনীদের সংগঠন ‘চিরায়তা’র বার্ষিক অনুষ্ঠান। রবিবার সকাল ১০টা।
ভ্রামণিকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বর্ধমান শহরের কল্পতরু ময়দানে। রবিবার বিকেল সাড়ে পাঁচটা।