Snatcher Arrested

ট্রেনে মহিলার ব্যাগ ছিনতাই! অভিযুক্ত গ্রেফতার বর্ধমানে

জিআরপি সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কলকাতার তপসিয়া রোডের বাসিন্দা নাহিদ আখতার বিহারের সাসারাম থেকে হাওড়া যাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

ট্রেনে মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম শেখ রাজু। বর্ধমান শহরের গোলাহাট এলাকায় তাঁর বাড়ি। বুধবার সকালে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগের মধ্যে থাকা একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। ধৃতকে বুধবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

জিআরপি সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কলকাতার তপসিয়া রোডের বাসিন্দা নাহিদ আখতার বিহারের সাসারাম থেকে হাওড়া যাচ্ছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছোলে এক ব্যক্তি তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালান। ব্যাগে একটি মোবাইল, পাঁচ হাজার টাকা ও বেশ কিছু নথিপত্র ছিল বলে তাঁর দাবি। ট্রেনটি হাওড়ায় পৌঁছোলে তিনি সেখানকার জিআরপিতে অভিযোগ দায়ের করেন। হাওড়া জিআরপি জিরো এফআইআর করে তা তদন্তের জন্য বর্ধমানে পাঠিয়ে দেয়। ধৃতের বিরুদ্ধে জিআরপিতে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement