ওলটপালট হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। নিজস্ব চিত্র।
কংক্রিটের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি পূর্ব বর্ধমানের ভাতার থানা সংলগ্ন শিবদা বাসস্ট্যান্ডের কাছে দু’টি দোকানে। চুরি গিয়েছে নগদ-সহ লক্ষাধিক টাকার বৈদুতিক সামগ্রী। এর পর পাশের দোকানে ঢুকে ল্যাংচা এবং রসগোল্লা খেয়ে গেল চোর।
সূত্রের খবর, শিবদা বাসস্ট্যান্ডের কাছে একটি বৈদুতিক সামগ্রীর দোকান রয়েছে ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের। রবিবার মধ্যরাতে সেই দোকানে চুরির ঘটনা ঘটে। কংক্রিটের দেওয়াল কেটে দোকান থেকে ফ্যান, গিজ়ার-সহ লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি করা হয়েছে। তাঁর দেকানের পাশে মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকান। চুরিশেষে সেই দোকানে ঢুকে ল্যংচা এবং রসগোল্লা খেয়ে ক্যাশবাক্সে রাখা কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দুই ব্যবসায়ী এর পর ভাতার থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।