রানিগঞ্জে জখম দুই ব্যবসায়ী

লুটের পরে গুলি-বোমা ছুড়ে চম্পট

দিনের আলোয় এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে রানিগঞ্জের বণিক মহলে। গুলিবিদ্ধ ওই গয়না ব্যবসায়ী মিঠু দে এবং কাপড় ব্যবসায়ী ভবেন্দ্রনাথ রায়কে দুর্গাপুরের দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১১:৩৮
Share:

আহত ব্যবসায়ী। নিজস্ব চিত্র

বিকেলবেলা ভরা বাজার এলাকায় মোটরবাইকে হাজির হয়েছিল চার জন। মাথায় টুপি, কাপড়ের মুখোশে মুখ ঢেকে গয়নার দোকানে ঢুকে লুটপাট চালাল তারা। তার পরে চম্পট দিল গুলি ছুড়তে-ছুড়তে। বুধবার রানিগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন ওই গয়নার দোকানের মালিক-সহ দুই ব্যবসায়ী।

Advertisement

দিনের আলোয় এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে রানিগঞ্জের বণিক মহলে। গুলিবিদ্ধ ওই গয়না ব্যবসায়ী মিঠু দে এবং কাপড় ব্যবসায়ী ভবেন্দ্রনাথ রায়কে দুর্গাপুরের দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তুলেছে রানিগঞ্জ বণিক সংগঠন। সংগঠনের সভাপতি সন্দীপ ভলোটিয়া জানান, স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

রানিগঞ্জ বড়বাজার সিআর রোডের লম্বু গলিতে মিষ্টির দোকান রয়েছে ষষ্ঠী গড়াইয়ের। তিনি বলেন, ‘‘মাথায় টুপি পরা চার জন আমার দোকানে এসে লস্যি খায়। তার পরে ওরা মুখোশে মুখ ঢেকে গয়নার দোকানে ঢোকে। তার পরে হঠাৎ গুলির আওয়াজ শুনে ভয়ে পালিয়ে যাই।” দুষ্কৃতীরা যখন দোকানে ঢোকে তখন মিঠুবাবু ছাড়া ছিলেন সোনা-রুপোর পাইকারি ব্যবসায়ী নির্মলকুমার জানা। তাঁর দাবি, প্রথমে তিন জন দুষ্কৃতী দোকানে ঢুকে মিঠুবাবুকে বোমা ও পিস্তল দেখিয়ে সব গয়না ও টাকাপয়সা চায়। মিঠুবাবু দোকানের গ্রিলের বাইরে বেরিয়ে যেতেই তারা তাঁর ঘাড়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে এক দুষ্কৃতী মিঠুবাবুর কোমরে গুলি করে।

Advertisement

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দু’টি মোটরবাইকে চড়ে পালানোর সময়ে এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুষ্কৃতীরা। চারটি বোমাও ছোড়ে। তবে সেগুলি ফাটেনি। গুলির আওয়াজে আশপাশের লোকজন পালিয়ে যান। তারই মধ্যে ফুটপাথের কাপড় ব্যবসায়ী ভবেন্দ্রনাথবাবুর মাথায় গুলি লাগে।

বাসিন্দারা জানান, দুষ্কৃতীরা বড়বাজার হয়ে পালিয়ে যাওয়ার পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলাকার লোকজনের সাহায্যে গুলিবিদ্ধ দুই ব্যবসায়ীকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের দু’জনকেই দুর্গাপুরে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় রাজবাঁধের বেসরকারি হাসপাতালে বছর ছাপ্পান্নর ভবেন্দ্রনাথবাবুর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, ঘটনাস্থলে রাস্তার পাশ থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে, যেগুলি ফাটেনি। এ ছাড়া খানিক দূরে একটি বোমা ভরা কালো ব্যাগ মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার খানিক পরে শ্রীপুরের অদূরে কালিপাহাড়ির কাছ থেকে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন