সোনার হার ফেরালেন ব্যবসায়ী

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গলসি বাজারের এক ব্যাঙ্কে সোনার বিনিময়ে ঋণ নিতে এসেছিলেন পেশায় কৃষক জাকির হোসেন। মোটরবাইক ঝোলানো ব্যাগে ছিল ব্যাঙ্কের পাসবই, সচিত্র পরিচয়পত্র ও সোনার হারটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০১:৫০
Share:

হার ফেরাচ্ছেন জয়ন্তবাবু। নিজস্ব চিত্র

দোকানের সামনে রাস্তায় ব্যাগ পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়েছিলেন ব্যবসায়ী। খুলে দেখেন ভেতরে রয়েছে সোনার হার ও জরুরি নথিপত্র। সঙ্গে সঙ্গেই ব্যাগ মালিকের খোঁজ শুরু করেন গলসির ওই ব্যবসায়ী সুশান্ত সেন। পরে উপযুক্ত প্রমাণ দেখে ব্যাগটি ফিরিয়েও দেন মালিককে। ব্যাগ মালিক, শেখ জাকির হোসেনের কথায়, ‘‘উনি যে কী উপকার করেছেন বলে বোঝাতে পারব না।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গলসি বাজারের এক ব্যাঙ্কে সোনার বিনিময়ে ঋণ নিতে এসেছিলেন পেশায় কৃষক জাকির হোসেন। মোটরবাইক ঝোলানো ব্যাগে ছিল ব্যাঙ্কের পাসবই, সচিত্র পরিচয়পত্র ও সোনার হারটি। দুপুর আড়াইটে নাগাদ হার্ডওয়ারের ব্যবসায়ী সুশান্ত সেনের ভাই জয়ন্ত সেন দেখেন, তাঁদের দোকানের সামনে রাস্তার উপর একটি লাল রঙের ব্যাগ পড়ে রয়েছে। তিনিই ব্যাগটি কুড়িয়ে দাদার হাতে দেন। সুশান্তবাবু ব্যাগ খুলে দেখেন। কিন্তু কার জিনিস, কী ভাবে সেখানে এল তা ভেবে পাচ্ছিলেন না। পরে সচিত্র পরিচয়পত্র দেখে তাঁরা আন্দাজ করেন, কারও ব্যাগ হারিয়ে গিয়েছে। ব্যাগটি থানায় জমা দে ওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারকেও বিষয়টি জানান। তবে থানায় যাওয়ার আগেই হারানো ব্যাগের খোঁজে দোকানে আসেন দুই যুবক। অবশেষে উপযুক্ত প্রমাণ নিয়ে সুশান্তবাবু স্থানীয় এক রক্তদান শিবিরে গিয়ে সবার সামনে ব্যাগটি জাকির হোসেনের হাতে তুলে দেন। ওই শিবিরের কর্তারা বলেন, ‘‘ওই ব্যবসায়ী এক বারও সোনাটা হাতিয়ে নেওয়ার কথা ভাবেননি। ওঁর সততা দেখে আমরা মুগ্ধ।’’

ওই কৃষক জানান, ব্যাঙ্কে যাওয়ার আগে দড়ি কিনতে গলসি মিরিকপাড়ার একটি দোকানে গিয়েছিলেন তিনি। ব্যাগটা তার আগে বাইকের হাতলেই ঝোলানো ছিল। জিনিস কিনে বেরিয়ে দেখেন ব্যাগ নেই। পরে খুঁজতে খুঁজতে ওই দোকানে যান তিনি। সুশান্তবাবু বলেন, ‘‘আমার মনে হচ্ছিল ব্যাগটা যাঁর তাঁকে ফেরত দেওয়াটা খুবই প্রয়োজন। থানায় যাচ্ছিলাম। কিন্তু তার আগেই মালিককে ব্যাগ ফিরিয়ে দিতে পেরে আমি নিশ্চিন্ত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন