পাণ্ডুয়ায় গাড়ি চালককে কেন খুন, ধন্দে পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া আদি বাড়ি হলেও, দীর্ঘদিন পরিবার নিয়ে বর্ধমান শহর লাগোয়া রায়ান ১ পঞ্চায়েতের নাড়ি পূর্বপাড়ায় ভাড়া থাকতেন উদয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৩
Share:

নিহত উদয়ন বিশ্বাস (বাঁ দিকে),পরিজনকে হারিয়ে শোক (ডান দিকে)। নিজস্ব চিত্র

হুগলির পাণ্ডুয়ায় সকালে গুলিতে খুন হলেন বর্ধমানের এক গাড়ি চালক। বর্ধমান স্টেশন চত্বরের ওই চালক উদয়ন বিশ্বাসের (৫২) পরিবার গোটা ঘটনাটি নিয়ে ধন্দে। কেন তাঁকে গুলি করা হল, সে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অন্য গাড়ি চালকদের মধ্যেও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া আদি বাড়ি হলেও, দীর্ঘদিন পরিবার নিয়ে বর্ধমান শহর লাগোয়া রায়ান ১ পঞ্চায়েতের নাড়ি পূর্বপাড়ায় ভাড়া থাকতেন উদয়ন। অন্য গাড়ি চালকদের দাবি, মঙ্গলবার সকাল সওয়া ৬টা নাগাদ চার যুবক বর্ধমান স্টেশন চত্বরে স্ট্যান্ড থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেয়। প্রথমে তারা স্টেশন চত্বরে সামনের দিকে স্ট্যান্ডের চালকদের সঙ্গে কথা বলে। কিন্তু সেখানে গাড়ি পছন্দ না হওয়ায় তারা স্টেশন বাজারের দিকের স্ট্যান্ডে যায়। সেখানে উদয়নের সঙ্গে ব্যান্ডেল যাওয়ার জন্য ৩৩০০ টাকা ভাড়ার কথা হয়। এর পরে তারা গুড্‌সশেড রোড হয়ে বেরিয়ে যায় বলে স্থানীয় গাড়ি চালকদের একাংশের দাবি।

স্টেশনের চালকদের একাংশ দাবি করেন, ওই যুবকেরা হিন্দি ও ভোজপুরিতে কথা বলছিল। শিবনাথ মিশ্র নামে এক চালকের কথায়, ‘‘ওরা বড় গাড়ি খুঁজছিল। দেখে আমাদের খুব একটা ভাল ঠেকেনি।’’ চালক নুর হাসান আলি, শেখ ইমতিয়াজেরা বলেন, ‘‘ওদের সঙ্গে ব্যাগ ছিল। আগে এই ধরনের ঘটনা আমাদের কারও সঙ্গে ঘটেনি।’’

Advertisement

এ দিন উদয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী তপস্যা বিশ্বাস মাঝে-মধ্যেই কেঁদে উঠছেন। এলাকার অনেকে বাড়িতে ভিড় করেছেন। উদয়নের ছোট ছেলে রকি গিয়েছেন পাণ্ডুয়ায়। বড় ছেলে শুভম বলেন, ‘‘সকালে মা অন্যের বাড়িতে রান্নার কাজে চলে যান। বাবা গাড়ি নিয়ে স্টেশনে চলে যান। হঠাৎ এই খবর আসে। কী করে, কেন এই ঘটনা ঘটল, কিছুই বুঝতে পারছি না!’’ মৃতের ভাই হৃদয় বিশ্বাসের বক্তব্য, ‘‘মনে হচ্ছে, গাড়ি ছিনতাইয়ের কারণে এই ঘটনা ঘটেছে। তা না হলে কেন খুন করা হবে!’’ স্থানীয় বাসিন্দা সন্টু মল্লিক বলেন, ‘‘কোনও ঝামেলায় থাকতেন না উদয়ন। তাই এই ঘটনা আমাদের অবাক করছে।’’

এ দিন বর্ধমান স্টেশন চত্বরে গিয়ে গাড়ি চালকদের সঙ্গে কথা বলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। ছিলেন এক সিসিটিভি অপারেটর। জেলা পুলিশের ডিএসপি (২) রাকেশ চৌধুরী বলেন, ‘‘স্টেশন এলাকার সঙ্গে যে রাস্তা দিয়ে গাড়িটি গিয়েছিল, সেখানকার গুরুত্বপূর্ণ মোড়ের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement