রবি-স্মরণ

সম্প্রতি সুর পরিষদ নামে এক সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের তরফে রবীন্দ্র জন্মোৎসব পালিত হল। সি-জোনের চিলড্রেন্স অ্যাকাডেমির প্রেক্ষাগৃহে আয়োজিত ওই অনুষ্ঠানে মোট ৫০ জন শিল্পী যোগ দেন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষা আনন্দিতা রায়। দুর্গাপুরের রবীন্দ্র ভবনে কবির জন্মোৎসব পালন করল চিন্তামণি সঙ্গীত অ্যাকাডেমির সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০১:০৩
Share:

সম্প্রতি সুর পরিষদ নামে এক সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের তরফে রবীন্দ্র জন্মোৎসব পালিত হল। সি-জোনের চিলড্রেন্স অ্যাকাডেমির প্রেক্ষাগৃহে আয়োজিত ওই অনুষ্ঠানে মোট ৫০ জন শিল্পী যোগ দেন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষা আনন্দিতা রায়। দুর্গাপুরের রবীন্দ্র ভবনে কবির জন্মোৎসব পালন করল চিন্তামণি সঙ্গীত অ্যাকাডেমির সদস্যরা। সঙ্গীত, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অ্যাকাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

ভ্রম সংশোধন

Advertisement

সোমবার এই সংস্করণের চোদ্দোর পাতায় ‘ছাত্রীর মৃত্যু’ শীর্ষক খবরে মৃতের নাম রাজর্ষি বন্দ্যোপাধ্যায় হবে। তাঁকে ছাত্রী বলে উল্লেখ করা হয়েছে। আসলে সে তৃতীয় বর্ষের ছাত্র। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দু:খিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement