Bardhaman Medica College Hospital

থ্রেট কালচার: দুই পক্ষের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে

ফের উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ‘থ্রেট কালচার’-এর অভিযোগে সাসপেন্ড (নিলম্বিত) হওয়া অভিযুক্তদের অবিলম্বে মেডিক্যাল কলেজে ফেরানোর দাবিতে মঙ্গলবার দুপুরে কয়েক জন চিকিৎসক-পড়ুয়া কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪২
Share:

বর্ধমান মেডিক্যাল কলেজে। —নিজস্ব চিত্র।

ফের উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ‘থ্রেট কালচার’-এর অভিযোগে সাসপেন্ড (নিলম্বিত) হওয়া অভিযুক্তদের অবিলম্বে মেডিক্যাল কলেজে ফেরানোর দাবিতে মঙ্গলবার দুপুরে কয়েক জন চিকিৎসক-পড়ুয়া কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ‍্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন। এর পরেই আরজি করের ঘটনার প্রেক্ষিতে আন্দোলনরত পড়ুয়ারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তাঁরাও পাল্টা স্মারকলিপি জমা দেন অধ্যক্ষকে। দু’পক্ষের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় মেডিক্যাল কলেজ চত্ত্বরে।

Advertisement

ডাক্তারি পড়ুয়া শেখ মহম্মদ সাগির বলেন, “কিছু শিক্ষার্থী এখনও কলেজ ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ক্রমাগত চেষ্টা করছে। বেশ কয়েকজন শিক্ষার্থী এমবিবিএস পরীক্ষায় ফেল করেছে বলে তাঁরা মিথ্যা প্রচার করছেন। অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন দাবি শিক্ষার্থীদের মধ্যে প্রচার করা হয়েছে। ক্যাম্পাসে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে এ সব করা হচ্ছে। আমরা চাই এখন যে ভাবে চলছে সেই ভাবেই চলুক।” তিনি আরও বলেন, “বেশ কযেক জন ছাত্র আরজি কর-কাণ্ডের পর থেকেই থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারছেন না কলেজ কর্তৃপক্ষের নির্দেশে। তাঁরা ক্যাম্পাসে এলে আবার কলেজের পরিবেশ নষ্ট হবে।”

এই বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement