Strike

সবাই ধর্মঘটে থাকবেন, আশায় সিটু নেতারা

বিএমএস সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে তারা বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একজোট হয়ে আন্দোলন করছে ঠিকই। কিন্তু সাধারণ ধর্মঘটে তাদের সায় নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি একযোগে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। অথচ, তারা এতে নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিএমএস। আইএনটিইউসি নেতৃত্বের একাংশও ধর্মঘটের সমর্থনে প্রচার-মিছিলে থাকছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজরায় সরকার বলেন, ‘‘আশা করি, দেশ রক্ষার লড়াইয়ে সবাই সে দিন পথে নামবেন। কে আছেন, আর কে নেই সে দিনই চিহ্নিত হয়ে যাবে।’’

Advertisement

বিএমএস সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে তারা বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একজোট হয়ে আন্দোলন করছে ঠিকই। কিন্তু সাধারণ ধর্মঘটে তাদের সায় নেই। বিএমএসের জেলা সম্পাদক অসীম প্রামাণিকের দাবি, ‘‘সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে রাজনৈতিক অভিসন্ধি থেকে। তা ছাড়া, সাধারণ মানুষকে সমস্যায় ফেলার পক্ষে আমরা নই।’’

এএসপির বিলগ্নিকরণের বিরুদ্ধে-সহ নানা বিষয়ে দুর্গাপুরে সিটু ও আইএনটিইউসি দীর্ঘদিন ধরে একজোট হয়ে আন্দোলন করছে। সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার মিছিলেও দুই সংগঠনের পতাকা দেখা যাচ্ছে। কিন্তু নেতৃত্বের সবাই থাকছেন না। যদিও আইএনটিইউসি জেলা সভাপতি বিকাশ ঘটক বলেন, ‘‘কে থাকছেন বা কে থাকছেন না, সেটা বিচার্য নয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হচ্ছে আইএনটিইউসি।’’ তবে ধর্মঘটের দিন রাস্তায় তাঁরা নামবেন কি না সে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে তিনি বলেন, ‘‘প্রচারে বেরিয়ে ভালই সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফুর্তভাবে সে দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘটে শামিল হবেন।’’

Advertisement

শ্রমিক সংগঠন সাধারণ ধর্মঘট ডাকলেও তাদের পিছনে থাকা রাজনৈতিক দলগুলি নেমেছে সাধারণ ধর্মঘটের সমর্থনে। সিটুর হয়ে মিছিল করছে সিপিএম। এআইইউটিইউসি-র হয়ে প্রচার করছে এসইউসি। কিন্তু আইএনটিইউসির পক্ষে কংগ্রেস নেতাদের দেখা যাচ্ছে না বলে অভিযোগ। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বর্তমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী ও প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায়ের অনুগামীরা দু’ভাগ হয়ে গিয়েছেন। দু’পক্ষই আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচি পালন করছে।

যদিও প্রকাশ্যে দুই নেতাই ‘দ্বন্দ্বের’ কথা মানতে চাননি। সাধারণ ধর্মঘটের সমর্থনে কি সেদিন কংগ্রেস নেতারা পথে নামবেন? দলের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বক্তব্য, ‘‘সাধারণ ধর্মঘট ডেকেছে আইএনটিইউসি। দলের তরফে নৈতিক সমর্থন রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন