Suicide

মন দিয়ে পড়তে বলেছিলেন বাবা! ‘অভিমানে’ বিষ খেয়ে ভাতারে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, অম্বিকা কম পড়াশোনা করত। তার জন্য বাবা দিলীপকুমার কীর্তনিয়া তাকে বকাবকি করতেন। সপ্তাহ দুয়েক আগে দিলীপ কন্যাকে একটু বেশিই বকাঝকা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৯:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেশি সময় পড়ার কথা বলেছিলেন বাবা। অভিযোগ, সে কারণে বিষ খেয়ে আত্মঘাতী হয় দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অম্বিকা কীর্তনীয়া। তার বয়স ১৬ বছর। অম্বিকার বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার নবাবনগরে।

Advertisement

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, অম্বিকা কম পড়াশোনা করত। তার জন্য বাবা দিলীপকুমার কীর্তনিয়া তাকে বকাবকি করতেন। সপ্তাহ দুয়েক আগে দিলীপ কন্যাকে একটু বেশিই বকাঝকা করেন। তিনি জানান, শুধু টিউশনে গেলে চলবে না। বাড়িতেও পড়তে হবে। অভিযোগ, তাতেই অভিমানে বাড়িতে রাখা কীটনাশক খায় অম্বিকা। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।

পুলিশ মঙ্গলবার কিশোরীর দেহ বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দিলীপ বলেন, ‘‘সামান্য বকাবকিতেই মেয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে ভাবতেই পারিনি।’’ তিনি আরও জানান, ১২ দিন হাসপাতালে ভর্তি ছিল সে। সোমবার রাতে তার মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement