Poster

দুর্নীতি, কাটমানির নালিশ পোস্টারে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে উচ্চগ্রাম বাজারে, স্কুল মোড়, গ্রামের মসজিদ তলা, ক্লাব, একটি মন্দির চত্বর-সহ নানা জায়গায় গোটা পনেরো পোস্টার দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০০:৩০
Share:

পড়েছে এই পোস্টার। নিজস্ব চিত্র

একশো দিনের কাজে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে শাসক দলের নেতাদের নামে পোস্টার পড়ল গলসিতে। গলসি ১ ব্লকের উচ্চগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি সরোজ চক্রবর্তী ও তাঁর অনুগামী বলে পরিচিত শেখ আকেল আলির বিরুদ্ধে এই পোস্টার পড়েছে। দলেরই একাংশ এর পিছনে রয়েছেন বলে দাবি সরোজবাবুর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে উচ্চগ্রাম বাজারে, স্কুল মোড়, গ্রামের মসজিদ তলা, ক্লাব, একটি মন্দির চত্বর-সহ নানা জায়গায় গোটা পনেরো পোস্টার দেখা যায়। সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা ওই পোস্টারগুলিতে সরকারি কাজে কাটমানি নেওয়া, পার্ক তৈরিতে দুর্নীতি, একশো দিনের কাজে দুর্নীতি, পঞ্চায়েতের ঠিকাদারদের কাছে কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। সমস্ত গ্রামবাসী সৌজন্যে দেওয়া এই পোস্টার দলের চক্রান্ত বলেই মনে করছেন সরোজবাবু। তিনি বলেন, ‘‘সব অভিযোগই মিথ্যা। আমার বিরোধী গোষ্ঠীই এই কাজ করেছে। দলের ব্লক নেতৃত্বকে জানিয়েছি। দল চাইলে তদন্ত করে দেখতে পারে।’’

তৃণমূল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উচ্চগ্রামে দলের দু’টি গোষ্ঠী রয়েছে। এক দিকে সরোজবাবুরা, অন্য পক্ষে রয়েছেন শেখ আব্দুল গাফফার, শেখ আমির আলি-সহ কিছু নেতা-কর্মী। দল সূত্রের দাবি, এখন সরোজবাবুদের নিয়ন্ত্রণে রয়েছে উচ্চগ্রাম পঞ্চায়েত। সম্প্রতি দলের ব্লক সভাপতি বদল হয়েছে। তৃণমূলের নানা সূত্রের দাবি, আমির আলিরা বর্তমান ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর পরেই পঞ্চায়েতের নানা কাজ নিয়ে এলাকায় প্রশ্ন ওঠা শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পোস্টার সম্পর্কে তাঁদের কিছু জানা নেই দাবি করে আমিরের অভিযোগ, ‘‘ওই পোস্টার যাঁরাই দিয়ে থাকুন, তাঁদের অভিযোগ ঠিক। কত কয়েক বছর দলের নাম করে কয়েক জন নেতা খুব দুর্নীতি করেছেন। আমরা চাই, দলের নেতৃত্ব অভিযোগগুলির তদন্ত করে ব্যবস্তা নিক।’’ স্থানীয় পঞ্চায়েতের প্রধান মনসা বাউরির বক্তব্য, ‘‘দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছে শুনেছি। কিন্তু আমার কাছে বা পঞ্চায়েতে দুর্নীতির কোনও অভিযোগ জমা পড়েনি।’’

বিজেপির ৫৮ নম্বর মণ্ডলের সভাপতি রাজু পাত্রের অভিযোগ, ‘‘কাটমানির ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠী-কোন্দল রাজ্যের সর্বত্রই চলছে। এখানেও তাই হয়েছে। মানুষ সবই জানেন।’’ ব্লক তৃণমূল সভাপতি জনার্দনবাবুর প্রতিক্রিয়া, ‘‘দুর্নীতির সঙ্গে তৃণমূল কখনও আপস করে না। উচ্চগ্রামের বিষয়টি নজরে এসেছে। ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন