প্রতিবাদীর বাড়িতে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রতিবাদী যুবকের বাড়ি-সহ আশপাশের আরও তিনটি বাড়িতে রড, লাঠি নিয়ে হামলা চালায় কিছু যুবক। দরজা-জানলা ভেঙে দেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ০২:২৩
Share:

ভাঙচুরের-পরে: এ-জোনের পাওয়ার হাউস কলোনিতে। নিজস্ব চিত্র

বোন ও তার সহপাঠীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবকের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। আশপাশের আরও তিনটি বাড়িতে তারা হামলা চালায় বলেও অভিযোগ। ঘটনাটি দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের পাওয়ার হাউস কলোনি এলাকার। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। টিউশন পড়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল এলাকার দুই কিশোরী। অভিযোগ, তাদের পথ আটকায় এলাকারই দুই যুবক। তাদের টানা-হ্যাঁচড়া করা হয় বলেও অভিযোগ। তা দেখে প্রতিবাদ করেন এলাকার এক যুবক। প্রতিরোধের মুখে পড়ে ওই দুই যুবকের মধ্যে একজন পালিয়ে যায়। অন্য যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানায় নিয়ে গিয়ে সতর্ক করে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রতিবাদী যুবকের বাড়ি-সহ আশপাশের আরও তিনটি বাড়িতে রড, লাঠি নিয়ে হামলা চালায় কিছু যুবক। দরজা-জানলা ভেঙে দেয় তারা। এলাকায় গিয়ে দেখা যায়, জানলার ভাঙা কাচের টুকরো পড়ে আছে। পড়ে আছে ইট, টালির টুকরো। প্রহৃত যুবকের অভিযোগ, হামলা চালানোর পাশাপাশি তাঁর মাকে গালিগালাজ করা হয়েছে। মেয়েদের কটূক্তি করার পাশাপাশি হেনস্থা ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তিনি বলেন, ‘‘এলাকায় দাদাগিরি চালায় তারা। আমি লাঠির ঘায়ে জখম হয়েছি। এর আগেও আমাদের উপরে চড়াও হয়েছে তারা। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ।’’ নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দাদের একাংশ বলেন, ‘‘আমরা আতঙ্কে রয়েছি। এ ভাবে হঠাৎ হামলার শিকার হবে কখনও ভাবিনি। পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১১ জনের নামে দুর্গাপুর থানায় ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন কারণে আক্রান্ত ও হামলাকারীদের মধ্যে মতান্তর হয়। বুধবার রাতের ঘটনার পরে তা চরম আকার নেয়। এরপরেই বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল জানান, অশান্তি মেটাতে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও সমস্যার সমাধান হয়নি। বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে। আশা করি দ্রুত এলাকায় শান্তি ফিরবে।’’ এলাকায় টহলদারি চলছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন